
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ আজ রোববার ময়মনসিংহ পৌরসভার দুই দুইবার নির্বাচিত জনপ্রিয় মেয়র মরহুম এড. মাহমুদ আল নূর তারেক এর ১৪তম মৃত্যুবার্ষিকী । ভারতের হায়দারাবাদে চিকিৎসারত মরহুমের একমাত্র পুত্র ও তরুন আওয়ামীলীগ নেতা এডভোকেট ফারামার্জ আল নূর রাজিব জানান আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও শুভাকাঙ্খীরা কবর জিয়ারত করেছেন এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সদর উপজেলার অষ্টধারে পারিবারিক এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য মরহুম তারেক ময়মনসিংহ জজ কোর্টের সাবেক পিপি, রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির চার বার নির্বাচিত সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও ময়মনসিংহের ঐহিত্যবাহী সিরাজ মেমোরিয়াল ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মরহুম তারেকের স্মৃতি রক্ষার্থে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রয়াত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকিরের বিশেষ আহবানে তৎকালীন পৌর পরিষদ নবনির্মিত টাউনহল ভবনের নাম ‘এড. মাহমুদ আল নূর তারেক স্মৃতি অডিটোরিয়াম’ নামকরণ করেন।