You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ মার্কিন-ভারত সম্পর্ক সমগ্র বিশ্বের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি একথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, বর্তমানে দুটি দেশ যেভাবে একসাথে কাজ করছে তা আগে কখনো তারা করেনি। এরিক গারসেটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ সহযোগী। গত মাসে আনুষ্ঠানিকভাবে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে তিনি শপথ নেন। ওয়াশিংটনের সবচেয়ে সমালোচনামূলক কূটনৈতিক পদগুলির মধ্যে একটি পূরণ করতে দুই বছরেরও বেশি বিলম্বের অবসান ঘটিয়েছেন তিনি । বুধবার কংগ্রেসনাল ইন্ডিয়া ককাসের কো-চেয়ার রো খান্না এবং মাইকেল ওয়াল্টজ দ্বারা আয়োজিত প্রথম মার্কিন-ভারত শীর্ষ সম্মেলনে বিশিষ্ট ভারতীয় আমেরিকানদের একটি সমাবেশে এসে গারসেটি বলেন, “বিশ্বে এমন কিছু সম্পর্ক রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সম্পর্ক বিশ্বের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট জো বাইডেন যেমন বলেছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একে ওপরের অপরিহার্য অংশীদার। ”লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র, গারসেটির মনোনয়ন মার্কিন কংগ্রেসের সামনে মুলতবি ছিল জুলাই ২০২১ থেকে, পরে প্রেসিডেন্ট বাইডেন তাকে মনোনীত করেছিলেন।মার্চ মাসে, সিনেট ৫২ থেকে ৪২ ভোট দিয়ে গারসেটিকে নিশ্চিত করার জন্য তার মনোনয়ন স্থগিত করার পরে কিছু আইনপ্রণেতাদের গারসেটিকে নিয়ে উদ্বেগ ছিলো। কারণ তিনি একজন প্রাক্তন সিনিয়র উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং হয়রানির অভিযোগগুলি যথাযথভাবে পরিচালনা করেননি বলে অভিযোগ উঠেছিলো ।
গারসেটি এদিন বলেন, আমি ভারতে আসার আগে, প্রেসিডেন্ট বাইডেনের সাথে মার্কিন-ভারত অংশীদারিত্বের জন্য তার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছিলাম। তিনি জোর দিয়েছিলেন যে, এই মুহূর্তটি কতটা গুরুত্বপূর্ণ। এটি সমগ্র গ্রহের জন্য গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে আমাদের দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বের নেতৃস্থানীয় দুই গণতন্ত্র। আমরা যথাক্রমে বিশ্বের বৃহত্তম এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতি।
সরকারি সূত্রের খবর, প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মোড় আনতে ‘ক্রিটিকাল অ্যান্ড টেকনোলজি’ নামে নয়া প্রকল্প শুরু করতে চলেছে দুই দেশ। যৌথ উদ্যোগে জিই জেট ইঞ্জিন নির্মাণ সেই কর্মসূচিরই অন্তর্গত। এ বিষয়ে ভারতের সঙ্গে যৌথ উৎপাদনেও আগ্রহী আমেরিকা। শুধু প্রতিরক্ষা নয়, অন্যান্য বিষয়েও নয়াদিল্লি-ওয়াশিংটন সমঝোতার ক্ষেত্র প্রসারিত হতে চলেছে।
সূত্র : এনডিটিভি