ময়মনসিংহ ডিবির অভিযানে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্য গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী থানার জয়নুল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র ভ্যালি রেষ্টুরেন্ট এর সামনে থেকে ২৮ এপ্রিল ২০২৩ ৮টায় ৫ টি মোবাইল ফোন ও নগদ ৬,৫০০/- টাকাসহ অনলাইন জুয়ারি মমিনুল ইসলাম (২৪) পিতা মৃত-বিল্লাল হোসেন সরকার, সাং-আলিয়া মাদ্রাসা ৪৫/এ কৃষ্টপুর (আওয়ালের বাসার ভাড়াটিয়া), সামির রেজা (৩২), পিতা-এম এ কুদ্দুছ, সাং-সানকিপাড়া শেষ মোড় মীরবাড়ী (মনিরুজ্জামানের বাড়ী), সাব্বির রহমান (২৮), পিতা- হাবিবুর রহমান, সাং-মীরবাড়ী মোড় গোহাইলকান্দি, আরাফাত রহমান @ হিমেল (২০), পিতা-আঃ মতিন, , সাং-বাঘেরবাড়ি সীষ্টোর ভাবখালী, তৌহিদুল ইসলাম @ নাঈম (২৫), পিতা-আঃ কাদের, সাং-পাওয়ার হাউজ রোড কেওয়াটখালী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা সকলেই অনলাইন ভিত্তিক betX365 ও অন্যান্য অনলাইন আ্যাপস ব্যবহার করে সফটওয়ারে জুয়া খেলে। আসামিরা বাংলাদশী মুদ্রা মোবাইল ব্যাংকিং পদ্বতি স্থানান্তর করে তা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করে এবং অনলাইনে সুপার ডিলারদের নিকট হতে বিট কয়েন ক্রয় করে সাব ডিলার ও জুয়াড়ীদের নিকট বিক্রি করে অনলাইন জুয়া পরিচালনা করে। আসামিদের নিকট হতে উদ্ধারকৃত মোবাইল ডিভাইসে স্ব-স্ব নামে অনলাইন জুয়া অ্যাপস betx365 এর রেজিষ্ট্রেশন ও একাউন্ট পাওয়া যায়। betX365 সফটওয়ারে তাদের নিজস্ব একাউন্ট রয়েছে এবং তারা উক্ত একাউন্টের মাধ্যমে অনলাইন জুয়ার বাজি ধরা টাকা পয়সা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করে থাকে।
এসকল জুয়ারি দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। আসামীরা পরস্পর যোগসাজশে অনলাইন ভিত্তিক betX365 ওয়েব সাইটের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কতৃক নিষিদ্ধ ই-ট্রানজেকশন এর মাধ্যমে ও অবৈধ কাজে পরস্পরের যোগসাজশে নিষিদ্ধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে । ৫টি মোবাইল ফোন ও নগদ ৬,৫০০/- টাকা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন ও অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮ এর আওতায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার