মুক্তিযোদ্ধার কফিনে গার্ড অব অনারে নারী ইউএনও, বাধা দিলেন কাদের সিদ্দিকী

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  টাঙ্গাইলের সখীপুরে এক বীর মুক্তিযোদ্ধার কফিনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের জন্য নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসায় বাধা দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান নয়া মুন্সির জানাজার আগে এ ঘটনা ঘটে।

জানাজার আগে কাদের সিদ্দিকী সেই ইউএনকে উদ্দেশ করে বলেন, ‘কোনো মহিলার গার্ড অব অনার দেওয়ার সুযোগ নেই। তিনি এখানে এসে মুক্তিযোদ্ধার লাশের সঙ্গে বেয়াদবি করেছেন।’
একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করার কারণে ওই ইউএনওকে আগামীকালের মধ্যে সখীপুর থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আব্দুল হামিদ খান একজন বড় মাপের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশ স্বাধীন হলেও দেশের স্বাধীনতা অর্থবহ হয় নাই, মুক্তিযোদ্ধারা যথাযথ সম্মান পায়নি। আমি খুবই মর্মাহত পুলিশের গার্ড অব অনার নিয়ে। রাত ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা মারা গেলেও আজ দুপুর ২টার মধ্যেও রাষ্ট্রীয় মর্যাদা দিতে কেউ আসেননি। মেয়ে যত বড়ই হোক মেয়েদের জানাজায় শামিল হওয়ার সুযোগ নেই।’
যা বলছেন সেই ইউএনও
ইউএনও ফারজানা আলম বলেন, ‘আমি জানাজা পড়তে যাইনি। আমি গিয়েছিলাম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের জন্য। বঙ্গবীর কাদের সিদ্দিকী হাজারো লোকের সামনে আমাকে অপমান করেছেন। কাদের সিদ্দিকী নিঃসন্দেহে একজন বড় মাপের বীর মুক্তিযোদ্ধা। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।’

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার