আঃ খালেক পিভিএম,পাবনা।
নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ায় টিএমএসএসের মমইন বিনোদন জগতের তৌফিক হাসান ময়না মঞ্চে অনুষ্ঠিত সাত দিনব্যাপী ঈদ ও বৈশাখী মেলায় অনুষ্ঠিত বিসিএল সুপার স্টোরের ঈদ ধামাকা অফারের র্যাফেল ড্র ২৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।এ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএল গ্রুপের বিভাগীয় প্রধান প্রশাসন মোঃ আশিকুন নবী, বিসিএল সুপার স্টোরের মহাব্যবস্থাপক মোঃ মাসুদ রানা, বিসিএল সুপার স্টোরের ব্যবস্থাপক আইটি মোঃ নাদিম মাহমুদ সহ বিসিএল গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।ড্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়।ড্রয়ের ১ম পুরস্কার কুপন নং- ০৩৮৩,২য় পুরস্কার কুপন নং-০৮১০,৩য় পুরস্কার কুপন নং- ০১৪১ ও ৪র্থ পুরস্কার ৪টি কুপন নং- ০১৭৫,৩২৪৩, ০১৫১,৩৪৮৪।র্যাফেল ড্র অনুষ্ঠানটি ফেসবুকের মাধ্যমে সরাসরি দেখানো হয়।ড্র এর প্রথম পুরস্কার ১টি এমপিএন ১.৫ টন এসি,দ্বিতীয় পুরস্কার ১টি ৩২ ইঞ্চি এলইডি টিভি,তৃতীয় পুরস্কার ১টি স্মার্ট মোবাইল সেট ও চতুর্থ পুরস্কার ৪টি প্রতিটি ১টি করে ডিনার সেট।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,বিসিএল গ্রুপের কর্মকর্তা,কর্মচারী,নানা শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,সাধারণ জনতা,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।ড্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়। বহু দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।