ময়মনসিংহে ডিবি ও তারাকান্দার ওসিসহ ৫ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ডিবির ওসি সহ ৫ পুলিশ কর্মকর্তা দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করায় তাদেরকে সম্মাননা প্রদান ও পুরস্কৃত করা হয়েছে। সোমবার জেলা পুলিশের কল্যান সভায় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান সনদ ও সম্মাননা পুরস্কার তুলে দেন এই সকল দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের হাতে। এদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, বিপুল পরিমাণ মাদক উদ্ধার, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার, চোরাই মালামাল, চোরাই অটো উদ্ধার করায় তাকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়েছে।

সভায় ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে উত্তম, ভাল, দায়িত্বশীল ও দক্ষতার সাথে কাজ করায় ৫ পুলিশ অফিসারকে সম্মাননা প্রদান করা হয়। ময়মনসিংহ পুলিশ লাইন্সে জেলা পুলিশের কল্যান সভায় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, জয়িতা শিল্পী, ফজলে রাব্বী, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ অফিসার ও বিভিন্ন থানার ওসি এবং ফাঁড়ি পুলিশ পরিদর্শকগন উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার