করুনার ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশে ঘুরলেও লাভ হচ্ছে না- প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনবিচ্ছিন্ন সরকার করুনা ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশে ঘুরলেও লাভ হচ্ছে না, শূন্য হাতেই ফিরতে হচ্ছে। জনস্বার্থ বিরোধী সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে হলেও আাবার ভোট চুরি করে ক্ষমতায় থাকতে ব্যার্থ চেষ্টা করছে।

তিনি আজ মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহে মহানগর ও জেলা শ্রমিক দলের উদ্যোগে পৃথক দুইটি শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
ময়মনগর মহানগর শ্রমিক দল
মহান মে দিবসে আজ সকালে নগরীর হরি কিশোর রায় রোডে ও জেলা শ্রমিক দল দুপুরে বাউন্ডারী রোডে শ্রমিক সমাবেশ ও বর্নাঢ্য র‍্যালীর আয়োজন করে ।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিক-কৃষক মেহনতি মানুষের স্বার্থ বিরোধী সরকার। তারা শ্রমিক,কৃষকের অধিকার হরণ করেছে, জনগণের স্বার্থ বিরোধী কাজ করছে। আবারও নতুন করে শ্রমিকের অধিকার হরন করতে আইন প্রনয়ন করার ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, আওয়ামী নেতারা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ,চিকিৎসা নিয়েও অমানবিক ভাবে মিথ্যাচার করছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে কারও কোনও দাবি দাওয়া আদায় হবে না, সমস্যা নিরসন হবে না। জনগণের নির্বাচিত সরকার নয় বলেই, শ্রমিক-কৃষকের দাবী-সমস্যার বিষয়ে তারা উদাসীন।দেশ ও জনগণের স্বার্থে ব্যার্থ ,অযোগ্য ,দুর্নীতিবাজ সরকারের পতন ঘটাতে হবে। তিনি সকলের প্রতি সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে চূড়ান্ত আন্দোলনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ।


মহানগর শ্রমিক দলের সমাবেশে মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম ,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, মহানগর শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুল মান্নান এবং জেলা শ্রমিক দলের সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন , যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মফিদুল ইসলাম মোহন প্রমুখ বক্তব্য রাখেন ।
সমাবেশ শেষে পৃথক পৃথক দুটি র‍্যালী ময়মনসিংহ মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।