ময়মনসিংহে  শ্রম আইন বাস্তবায়নের  দাবীতে মিষ্টির দোকান কর্মচারী ও কারিগরগণ অবিরাম কর্মবিরতি চলছে  

ময়মনসিংহে  শ্রম আইন বাস্তবায়নের  দাবীতে মিষ্টির দোকান কর্মচারী ও কারিগরগণ অবিরাম কর্মবিরতি চলছে  

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, ময়মনসিংহ 

শ্রম আইন বাস্তবায়নের দাবীতে ময়মনসিংহে শতশত মিষ্টির দোকান কর্মচারী ও কারিগরগণ গত ২৮ এপ্রিল থেকে অবিরাম কর্মবিরতি পালন করছে। দাবী বাস্তবায়নের দাবীতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে দোকান কর্মচারী ইউনিয়নের মিষ্টির দোকান কর্মচারী ও কারিগর সাংগঠনিক কমিটি । সাপ্তাহিক ছুটি, ওভারটাইম, উৎসব ছুটিসহ শ্রম আইনের দোকান প্রতিষ্ঠান আইন ২০০৬ সংশোধিত ২০১৩ আইন বাস্তবায়নের দাবী জানান।
সমাবেশে বক্তব্য রাখেন দোকান কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা এড, এমদাদুল মিল্লাত, ময়মনসিংহ দোকান কর্মচারী ইউনিয়নের নেতা কমল বসাক, মিষ্টির দোকান কর্মচারী ও কারিগর সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী দাসু ঘোষ ও সাধারণ সম্পাদক পিন্টু সরকারসহ নেতৃবৃন্দ।