You must need to login..!
Description
সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল হয়েছে । সোমবার (৮ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে, রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশালের আহম্মেদ বাড়ি এলাকায় একটি রেল ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনন্ডেন্ট নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার ফাতেমা নগর ও আউলিয়া নগর রেলস্টেশনের মাঝামাঝি আহম্মেদ বাড়ি এলাকার রেললাইনের একটি সেতুর সংস্কার কাজ চলছিল। এর মধ্যে সন্ধ্যার পর ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে ওই সেতুটি পার হওয়ার পর নিচের কিছু অংশের মাটি সরে যায়।
পরবর্তী সময়ে ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস যাওয়ার সময় ব্রিজের নিচের মাটি সরে যাওয়ার বিষয়টি সবার নজরে আসে। পরে অগ্নিবীণা এক্সপ্রেসকে থামানো হয় ও সংস্কার কাজ করা হয়। এসময় ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ছাড়াও ফাতেমা নগর স্টেশনে জামালপুর এক্সপ্রেস ও আউলিয়া নগর স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকা পড়ে। পরে সংস্কার কাজ শেষে রাত সোয়া ১টার দিকে ফের সচল হয় ওই রুটের ট্রেন চলাচল। ##