ময়মনসিংহ রেঞ্জে আবারো শ্রেষ্ঠ পুরস্কার পেল কোতোয়ালি মডেল থানা

ময়মনসিংহ রেঞ্জে আবারো শ্রেষ্ঠ পুরস্কার পেল কোতোয়ালি মডেল থানা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ রেঞ্জে আবারো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কোতোয়ালি মডেল থানা। বুধবার (১০মে) ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মাসিক (মার্চ/২৩) অপরাধ বিষয়ক এক সভায় কোতোয়ালি মডেল থানা এই শ্রষ্ঠত্ব লাভ করেন। সভায় মার্চ মাসে কাজের সফলতায় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর হাত থেকে মার্চ-২০২৩ মাসের শ্রেষ্ঠ থানার ক্রেস্ট গ্রহণ করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবিদা সুলতানা ও ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভুঞা ।

রেঞ্জ পুলিশ অফিস সুত্রে জানা গেছে, প্রতি মাসেই বিভিন্ন ক্যাটাগরিতে ময়মনসিংহ রেঞ্জের অধীনস্থ থানা ও পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। রেঞ্জের থানা গুলোর মধ্যে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখে চলছে । এরই ধারাবাহিকতায় মার্চ মাসের পুলিশী কর্মকান্ড, জনসেবা, জননিরাপত্তা, চুরি ছিনতাই ডাকাতি প্রতিরোধ ও মাদক উদ্ধার এবং গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ রেঞ্জ ও জেলা পুলিশের সুনাম বৃদ্ধি করেছে।কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের দক্ষ, যোগ্য, নেতৃত্বের ফলে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।