স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ রেঞ্জে আবারো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কোতোয়ালি মডেল থানা। বুধবার (১০মে) ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মাসিক (মার্চ/২৩) অপরাধ বিষয়ক এক সভায় কোতোয়ালি মডেল থানা এই শ্রষ্ঠত্ব লাভ করেন। সভায় মার্চ মাসে কাজের সফলতায় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর হাত থেকে মার্চ-২০২৩ মাসের শ্রেষ্ঠ থানার ক্রেস্ট গ্রহণ করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবিদা সুলতানা ও ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভুঞা ।
রেঞ্জ পুলিশ অফিস সুত্রে জানা গেছে, প্রতি মাসেই বিভিন্ন ক্যাটাগরিতে ময়মনসিংহ রেঞ্জের অধীনস্থ থানা ও পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। রেঞ্জের থানা গুলোর মধ্যে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখে চলছে । এরই ধারাবাহিকতায় মার্চ মাসের পুলিশী কর্মকান্ড, জনসেবা, জননিরাপত্তা, চুরি ছিনতাই ডাকাতি প্রতিরোধ ও মাদক উদ্ধার এবং গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ রেঞ্জ ও জেলা পুলিশের সুনাম বৃদ্ধি করেছে।কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের দক্ষ, যোগ্য, নেতৃত্বের ফলে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।