ময়মনসিংহে পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭

ময়মনসিংহে পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে ৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ নিয়মিত মামলার আসামী এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়।


এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার ২৮নং ওয়ার্ড আকুয়া দক্ষিন পাড়া ওয়ারলেস গেইট ধৃত আসামী মোঃ আলাল (৫৫), পিতামৃত-কিতাব আলী, এর চালা টিনের বসত ঘরের ভিতর হতে মাদক মামলার আসামী মোঃ আলাল (৫৫), পিতামৃত-কিতাব আলী, সাং- আকুয়া দক্ষিন পাড়া, ওয়ারলেস গেইট, কোতোয়ালী ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ১ (এক) কেজি গাঁজা এবং নগদ ২,০০০/-(দুই হাজার) টাকা উদ্ধার করা হয়।


এসআই (নিঃ) মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড় পুলিশ ট্রাফিক বক্সের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী দিপক রায় (৫৫), পিতামৃত-দিগেন্দ্র রায়, সাং-মনিকুড়া, ০২নং ওয়ার্ড, ইউপি-মনিকুড়া, থানা-হালুয়াঘাট, ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ০৮(আট) বোতল বিদেশীয় মদ যার প্রতিটির গায়ে ইংরেজীতে ROYAL STAG, BLENDED WHISKY, NET Quty-750ml, made in india সহ ইংরেজীতে বিভিন্ন লেখা আছে। যার মোট ওজন (৭৫০X০৮)=৬,০০০ মিঃলিঃ যাহার প্রতিটি বোতল ইনটেক অবস্থায় উদ্ধার করা হয়।
এএসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালী এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী লাবিব হোসেন দিপু (২২), পিতা- আবু সাঈদ, সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, মোঃ লিটন (৩০), পিতা-দানা মিয়া, সাং-বাকৃবি শেষ মোড় স্টাফ কোয়াটার উভয় কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চায়না মোড় এলাকা হতে অপহরন মামলার আসামী ফারুক (২৭), পিতা-সাইদুল, সাং-রহিমগঞ্জ, থানা-ফুলপুর, এপি/সাং-চরপাড়া, কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইহা ছাড়াও এসআই (নিঃ) উত্তম কুমার দাস এবং এএসআই(নিঃ) মাহমুদুল হাসান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২টি সিআর সাজাপ্রাপ্ত আসামী ময়মনসিংহ কোতোয়ালী চক বানপাতলির মোঃ নায়েব আলী ও মির্জাপুর বিলপাড়ার আজহারুল ইসলামকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।