বগুড়ায় গাক নির্মিত পাবলিক টয়লেট উদ্বোধন

বগুড়ায় গাক নির্মিত পাবলিক টয়লেট উদ্বোধন

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা

উত্তর জনপদ বগুড়া জেলায় বিশ্বব্যাংক ও পিকেএসএফের আর্থিক ও কারিগরী সহযোগীতায় ডক্টর খোন্দকার আলমগীর হোসেন প্রতিষ্ঠিত দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক‘‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট প্রকল্পের আওতায় “পরিবেশবান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি” উপ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের মধ্যে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি প্রকল্পের অন্তর্ভূক্ত উদ্যোক্তাদের কারখানা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ,কারখানা মালিক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান,মডেল ওয়ার্কশপ স্থাপন,কমন সার্ভিস সেন্টার স্থাপন,শ্রমিক-কর্মচারীদের ব্যবহারের জন্য ক্লাস্টার ভিত্তিক স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, ফাউন্ড্রারী কারখানার সৃষ্ট বর্জ্য হতে ব্লক ও ব্রিকস্ নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১১ মে বগুড়ার চারমাথা এলাকার দি হিলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সংলগ্ন ও ধোলাইখাল মার্কেটে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে জড়িত উদ্যোক্তা,শ্রমিক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রকল্পের অর্থায়নে দুইটি পাবলিক টয়লেট উদ্বোধন করা হয়।

পাবলিক টয়লেট দুইটি উদ্বোধন করেন এসইপি প্রকল্পের ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার হাসান সাদিক,পরিবেশ অফিসার মোঃ সম্রাট আলী ও ডকুমেন্টেশন অফিসার মোঃ শাখাওয়াৎ হোসেন প্রমুখ।মার্কেট মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সানু,সহসভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,সাংগাঠনিক সম্পাদক মোঃ শফিউল আলম, স্থানীয় ব্যবসায়ী,এসইপি প্রকল্পের সদস্য ও মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক, মার্কেট মালিক সমিতি ও টয়লেট তত্বাবধায়ক কমিটির নিকট পাবলিক টয়লেটের চাবি হস্তান্তর করেন।মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ টয়লেট নির্মাণ করার জন্য গাক ও এসইপি প্রকল্পের ভূয়সী প্রশংসা করে এ ধরণের সেবামূলক কার্যক্রমের জন্য বাস্তবায়নকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এ সময় নানা শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী,মার্কেট মালিক সমিতির সদস্য,শ্রমিক কর্মচারী,সাধারণ জনতা,স্থানীয় ব্যবসায়ী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

LATEST POSTS