কক্সবাজারের আরও কাছে ঘূর্ণিঝড় ঘণ্টায় ১৮০-২০০ কিলোমিটার গতিতে আসছে মোখা

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার গতিবেগ আরও বেড়েছে। ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার গতির বাতাস বুকে নিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, চট্টগ্রাম ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের দিকে এগিয়ে আসছে মোখা। শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ১৬ নম্বর বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
বিশেষ বুলেটিনে বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হবে। এরপর রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। শনিবার মধ্যরাত নাগাদ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার