স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ র্যাব – ১৪ ময়মনসিংহের চৌকস একটি দল আজ ১৪ মে রবিবার ভোর সাড়ে পাঁচটায় নেত্রকোনা জেলার কলমাকান্দার উপজেলার লেঙ্গুরা এলাকা থেকে লস্কর আলী (৬৩) হত্যা মামলার প্রধান আসামী ময়মনসিংহ ধোবাউড়া থানার দক্ষিণ গামারীতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে।
গত ০৩ মে ২০২৩ রাত অনুমান ৩ টা ১৫ মিনিটে মূলহোতা মো. রফিকুল ইসলাম (৪০) ভিকটিম লস্কর আলী (৬৩) কে নিজ বাড়ী থেকে ডেকে পার্শ্ববর্তী চারুয়া বিলের ধান ক্ষেতে ড্রেনের পাশে নিয়ে এলোপাতারিভাবে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। জখম করার পর ভিকটিমকে মৃত ভেবে অজ্ঞান অবস্থায় মাটিতে ফেলে রেখে চলে যায়। ঘটনার পরের দিন ৪ মে ২০২৩ ভিকটিমের জ্ঞান ফিরলে সে নিজেকে ধানক্ষেতে আবিষ্কার করে এবং কিছুক্ষণ পর রক্তাক্ত শরীর নিয়ে বাড়ীতে এসে তার পরিবারের লোকদের কাছে ঘটনার কথা জানায়। পরবর্তীতে, ভিকটিমকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৫ মে ২০২৩ ভোরে মৃত্যুবরণ করে। এরই পরিপ্রেক্ষিতে, ভিকটিমের স্ত্রী মোছা. রহিমা বেগম (৫৫), বাদী হয়ে মো. রফিকুল ইসলামকে প্রধান আসামী করে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ঘটনার পর থেকেই মূলহোতা মো. রফিকুল ইসলাম সহ অন্যান্য আসামীগণ পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাব অধিনায়ক বলেন, উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার না ঘটে সে প্রেক্ষিতে র্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।