ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সিটি কর্পোরেশন অফিসের পাশে কেএম টাওয়ারের সামনে সংযোগ সড়কে সরকারী পাকা রাস্তার উপর হইত দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মনির হোসেন @ প্রেম (১৭), পিতা-মোঃ সোহাগ হোসেন, সাং-নতুন বাজার কসাই পট্টি, ২। মোঃ সাজ্জাদ খান (১৭), পিতা-মোঃ মুন্না, সাং-নতুন বাজার কসাই পট্টি, এপি/সাং-আকুয়া ডন মোড়, ৩।মোঃ আল আমিন হোসেন (১৭), পিতামৃত-হোসেন মিয়া, সাং- নওমহল কাজীর অফিস, ৪। মোঃ শান্ত (১৯), পিতা-কামাল হোসেন, সাং-চুরখাই সি-ষ্টোর, এপি/সাং-আকুয়া হাজী বাড়ী মোড়, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে একটি স্টীলের তৈরী ফোল্ডিং (সুইচ গিয়ার) চাকু, যাহা খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ২৪ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৪ সেঃ মিঃ, যাহার একপাশ ধারালো ও বাটের এর পাশে কাঠ যুক্ত উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান অত্র থানাধীন চর লক্ষীপুর এলাকা হইতে ডিজিটাল নিরাপত্তার মামলার আসামী ১। মোঃ রাজু ওরফে বাবু (২১), পিতা-লোকমান ফকির, সাং- চরলক্ষীপুর মিল গেইট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান অত্র থানাধীন বাকৃবি শেষ মোড় সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী ১। আলামিন (৩০), পিতা-মোঃ বিল্লাল, সাং- চক ছত্রপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান অত্র থানাধীন বাঘমারা এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী এমদাদুল ইসলাম(৩০), পিতা-নুর ইসলাম, সাং-আকুয়া খালপাড়, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইহা ছাড়াও এএসআই (নিঃ) নূরে আলম, আবুল হাসান, আঃ সাত্তার প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০৩টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় নাঈম মিয়া, রবিন মিয়া, হারুন মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়্ । গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

LATEST POSTS