শিশু সন্তানকে হত্যার ঘটনায় কারাগারে বন্দি মায়ের আত্মহত্যা

শিশু সন্তানকে হত্যার ঘটনায় কারাগারে বন্দি মায়ের আত্মহত্যা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
নিজের আড়াই বছরের শিশু সন্তানকে হত্যা ঘটনায় হত্যা মামলার আসামি ফারজানা আক্তার (২২) কারাগারে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৫ মে) দুপুরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা খাতুন জামালপুর জেলার সদর উপজেলার চর যথার্থপুর গ্রামের চান্দাপাড়া এলাকার আব্দুল হালিমের স্ত্রী।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম এই তথ্য নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহের ফলে গত ৮ এপ্রিল আত্মহত্যাকারী ফারজানা নিজের আড়াই বছর বয়সী নিজ সন্তান রিয়া মনিকে খাদ্যে বিষ প্রয়োগে হত্যা করে। হত্যার পরদিন ৯ এপ্রিল পুলিশ তাকে গ্রেফতার করে জামালপুর জেলা কারাগারে পাঠায়। এরপর সেখান থেকে ২৮ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সে সময় তার হাত ও পায়ে প্লাস্টার করা ছিল, চিকিৎসাও চলছিল।
সোমবার (১৫ মে) দুপুর পৌনে দুইটার দিকে কারাগারের ভিতরে টিনের চালা ঘরের পিছনের অংশে আড়ার সাথে গলায় নিজের উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ফারজানা আক্তার কারাগারে আসার পর থেকেই মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল। তার মরদেহ ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আগামীকাল মরদেহের ময়না তদন্ত হবে।