
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন বর্তমান সরকার জনগনের সেবক নয়,শোষক হিসেবে কাজ করছে।দুর্নীতি, লুটপাট করে দেশকে ফোকলা করে দিয়েছে। সরকারের ব্যার্থতায় তীব্র অর্থনৈতিক সঙ্কটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। বিদ্যুতের লোডশেডিং এজীবনযাত্রা বিপন্ন । জনগণের সেবক হলে সরকার দু:সময়ে জনগনের পাশে থাকতো। সরকার জনদুর্ভোগের মাধ্যমেদু:সময় ও দু:শাসন সৃস্টি করেছে। এর মধ্য দিয়ে সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি আজ বিকেলে ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
প্রস্তুতি সভায় বিভাগের অন্তর্গত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ, মহানগর এবং জামালপুর,কিশোরগঞ্জ, নেত্রকোণা জেলা বিএনপির শীর্ষ স্থনীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী , কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুূদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা.মোফাখখারুল ইসলাম রানা, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া,নাজমুল আলম, আমিনুল ইসলাম আশফাক, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদুসহ বিভাগের জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে বিএনপির সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকগণ শেরপুরে জেলা বিএনপির প্রস্তুতি সভায় যোগ দেন। শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী,সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রশিদ পলাশ সহ বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসব সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, আন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে।জেলা সমাবেশের মাধ্যমে এই আন্দোলন যৌক্তিক পরিনতির দিকে ধাবিত হবে। তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আন্দোলন সর্বাত্মক সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান।
ওয়ারেস আলী মামুন বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আওয়ামীলীগ ভয় পায় বলেই,তারা আবারও সাজানো পাতানো নির্বাচন করতে ষড়যন্ত্র করছে। জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র ব্যার্থ করে দিতে হবে।
শরীফুল আলম বলেন, দেশে অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সরকারের দুর্নীতি, লুটপাট দায়ী। তিনি বলেন, সরকার নিজেদের অবৈধ শাসন টিকিয়ে রাখতে র্যাবকে দিয়ে হত্যা,গুম করে মানবাধিকার লঙ্ঘন করেছে। র্যাবের ওপর নিষেধাজ্ঞার জন্য আওয়ামী সরকার দায়ী।