নেপালের মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের টিএমএসএস কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়

image

You must need to login..!

Description

আঃ খালেক খান পিভিএম। নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনা আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন নেপালের মানবাধিকার প্রতিষ্ঠান উইমেন ফর হিউম্যান রাইটস্ ডব্লিউএইচআর এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।নেপাল প্রতিনিধি দল টিএমএসএস কার্যালয়ে পৌছালে তাঁদেরকে সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।পরে সংস্থার ২৩ সদস্যের প্রতিনিধি দল বুধবার বগুড়ার মমইন হোটেল এন্ড রিসোর্ট এ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এক শুভেচ্ছা, পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় নেপালের উইমেন ফর হিউম্যান রাইটস্ এর নির্বাহী পরিচালক উপাসনা রানা ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে বক্তব্য দেন।সভায় অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম বলেন টিএমএসএস তৃণমূল থেকে প্রতিষ্ঠিত হয়েছে।তিনি আরো বলেন টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।সভায় টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান,টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান,টিএমএসএসের পরামর্শক,উপদেষ্টামন্ডলীর সদস্য ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও তাঁদের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।সকল কর্মকর্তাগন তাঁদের অধীন পরিচালিত টিএমএসএসের এইচইএম মডেল উপস্থাপন সহ সংস্থা পরিচালিত কর্মকান্ড তুলে ধরা হয়।সভায় নেপালের সফরকারী মানবাধিকার সংগঠনের পক্ষে টিএমএসএস পরিচালিত হাসপাতাল,মেডিকেল কলেজ, পুন্ড্র বিশ্ববিদ্যালয়,টিএমএসএস পাবলিস স্কুল এন্ড কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ,টিটিইআই সহ বিভিন্ন সামাজিক,মানবিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম প্রত্যক্ষ করেন।পরে টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যায়নরত নেপালী শিক্ষার্থীদের সাথে সফরকারী প্রতিনিধি দল মতবিনিময় করেন।এছাড়াও তারা বিসিএল পরিচালিত সিরামিক ইন্ড্রাষ্টিজ মমইন ডিংকিং ওয়াটার উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন।নেপালী প্রতিনিধি দল টিএমএসএসের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।নেপালী প্রতিনিধি দল টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করায় টিএমএসএসের প্রতিষ্ঠাতা ডক্টর হোসনে আরা বেগম প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী, নানা পেশার মানুষ, এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার