You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার দিঘারকান্দা বাইপাস মোড় সরকারী রাস্তা হতে চুরি মামলার আসামী দুলাল খান (৩৯), সাং- সরকার কান্দি (আনু সরকার বাড়ী), থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর, মিজানুর রহমান চৌকিদার (২৭), পিতা- ছালাম চৌকিদার, সাং-বড় গোপালদি, ০৮নং ওয়ার্ড, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী, মোঃ মুখলেছ (২২) সাং-সানাদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয় এবং অটোরিক্সার ব্যাটারী ০৪টি, ব্যাটারী মাপার মেশিন ০১টি, অটোরিক্সার পুরাতন চাকা ০২টি, যার মূল্য শান মেশিন ০২টি, বোলার মেশিন ০১টি, অটোরিক্সার চাকার হাউজ ০৫টি, অটোরিক্সার সেপ ০২টি, অটোরিক্সার ব্রেক ড্রাম ০২টি, ওয়েলডিং মেশিন ০১টি, লোহার যোগান ০১টি, লোহার কাটার ০১টি, লোহার লাইনের টুকরা ০১টি,অটোরিক্সার ব্রেক শো ০২টি, বিভিন্ন ধরনের বিয়ারিং ও ছকেট ২০টি, গাড়ী উঠানোর জগ ০১টি, অটোরিক্সার পুরাতন কন্ট্রোলার ০২টি, সেলাই, ডাল, হাতুড়ী ২০টি, যাহার মূল্য অনুমান ০১ লিটারের সেভেন আপ বোতল ০৮টি, যাহার মূল্য অনুমান ৫৬০/-টাকা, হাফ লিটার প্রান আপ বোতল ০৫টি, ৮০ মি.লি, সরিষা তেলের বোতল ০৮টি, পেপসোডেন্ট টুথ পাউডার ১৮টি, বিভিন্ন কোম্পানীর ছোট বড় সাবান ১৫টি, বিভিন্ন কোম্পানীর ডিটারজেন্ট পাউডার ০৪ প্যাকেট, যার মূল্য অনুমান ৫৩,৯৫০/-(তেপান্ন হাজার নয়শত পঞ্চাশ)টাকা, একটি নীল রংয়ের মলম পিকআপ, যার রেজিঃ নং-ঢাকা মেট্টো-ন-১৩-৩৮৫০, অনুমান সাড়ে তিন ফুট লম্বা লোহার শাবল ০১টি, অনুমান পনে দুই ফুট লম্বা বেনা ০২টি, অনুমান দেড় ফুট লম্বা লোহার শাবল ০১টি, যাহার সামনে অংশ বাঁকা, মাঝে কাটা, ১টি ত্রিপল উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার জে. সি. রোডস্থ রেলওয়ে ২নং গেইট এর সামনে দস্যুতার চেষ্টা মামলার আসামী রাকিব (৩০) গ্রাম- কালীবাড়ী রোড (কালিবাড়ী গুদারা ঘাট), সেতু মিয়া(২৫) সাং-পাটগুদাম (বিহারী ক্যাম্প) অনিক মিয়া (২৭) সাং-পুরোহিত পাড়া (পুররী সিনেমা হলের পিছনে), সর্ব থানা-ময়মনসিংহ সদর, কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতেএকটি স্টিলের তৈরি সুইচ গিয়ার ফোল্ডিং চাকু, যাহা খোলা অবস্থায় লম্বা অনুমান ১০ ইঞ্চি এবং বন্ধ অবস্থায় লম্বা অনুমান ৬ ইঞ্চি উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মহারাজা রোডস্থ মুকুল নিকেতন স্কুলের ১নং গেইটের সামনে মাদক মামলার আসামী মামুন মিয়া (৩২), সাং-৫৪ পুরোহিত পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হইতে (১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার বাঘমারা এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী লাল চান (২৮), সাং-কৃষ্টিপুর নিজ কলোনী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চর কালিবাড়ী এলাকা হইতে মারামারি মামলার আসামী কামাল (৪০), সাং-চর কালিবাড়ী (দাসপাড়া), থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার আটানী পুকুর পাড় এলাকা হতে অন্যান্য মামলার আসামী সাগর (২৮), সাং-উত্তর বীর, থানা-ধর্মপালা, জেলা-সুনামগঞ্জ, বিল্লাল খান (৩৯), পিতামৃত-লতিফ খান, সাং-নকদা বটতলা, থানা-সদর, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) ওমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চায়না মোড় এলাকা হতে অন্যান্য মামলার আসামী নূরুল ইসলাম (৩৩), পিতা-আলাল উদ্দিন, সাং-চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) আল মামুন. ত্রিদীপ কুমার বীর, ফারুক আহমেদ, এএসআই(নিঃ) ইকবাল হোসেন, হযরত আলী, প্রত্যেকে থানা এলাকা পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর সাজা, ০৩টি জিআর ও ০১টি সিআর সহ সর্ব মোট ০৫টি বডি তামিল করেন।
জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় মোঃ মাহমুদুল হাসান রিপন (২৬), জিআর গ্রেফতারী পরোয়নায় মোর্শেদ আলী, অনিক মিয়া, তুলি সরকার (২৭), সিআর গ্রেফতারী পরোয়ানায় মোছাঃ নাহিদা হাফিজ (রুনা) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।