সংবাদ সম্মেলন করেছে বিএনপি- নেত্রকোনায় আ’লীগ, পুলিশের হামলায় বিএনপির সভা পন্ড, আহত অর্ধশতাধিক গ্রেফতার-৬৩

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
নেত্রকোনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীতে বিনা উসকানিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত, ৬৩ জন নেতাকর্মী গ্রেফতার ও জনসভা পন্ড করে দেয়ার প্রতিবাদে ময়মনসিংহে জরুরি সংবাদ সম্মেলন করেছে বিএনপি। শনিবার বিকেল পাঁচটায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নেত্রকোনায় বিএনপির সমাবেশ পন্ড করতে পুলিশ ও আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকার জোর করে ক্ষমতায় থাকতে নানা ষড়যন্ত্র করছে। আদালতে গ্রেফতারকৃতদের ওকালতনামায় স্বাক্ষর নিতে গিয়ে তিনজন আইনজীবী এবং খাবার নিয়ে যাওয়ায় চারজন বিএনপিকর্মী আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হন। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নেত্রকোনায় বিএনপির ওপর হামলা, মামলা ও গ্রেফতারের দায় প্রশাসন এড়াতে পারবে না। আওয়ামী লীগ এ পর্যন্ত কমপক্ষে ৩৯ বার নেত্রকোনায় হামলার ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় পুলিশ বরাবরই নিরবে রয়েছে। এসময় ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট নূরুল হক, অ্যাডভোকেট এম এ হান্নান খানসহ ময়মনসিংহ মহানগর ও উত্তর জেলা এবং নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা, স্বৈরাচার সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ দশ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অধিনে নেত্রকোনা জেলা শহরের বনোয়াপাড়া বাসস্ট্যান্ডে বিএনপির সমাবেশের আয়োজন করে। এজন্য পুলিশ সুপার বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছিলেন। সমাবেশের প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশস্থলে যাওয়ার পথে শহরের বিভিন্নস্থানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালায় এবং মারধর করে নেতাকর্মীদের পুলিশের হাতে তুলে দেয়। এসময় অনেক নেতাকর্মীর পকেটে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। উদ্ভুত পরিস্থিতিতে সমাবেশের স্থান মদনপুর মাজার প্রাঙ্গনে পরিবর্তন করা হয়। সেখানেও আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালালে স্থানীয় বিএনপি ও জনতা প্রতিরোধ করে। পরে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর সাঁড়াশি হামলা চালিয়ে সাতজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। গত দু’দিনে দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূইয়া, নেত্রকোনা জেলা তাঁতীদলের আহ্বায়ক সাইফ আহমেদ লেলিন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল মীর, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলীসহ ৬৩জন নেতাকর্র্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ কেন্দুয়ায় ৯৩জন নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। দু’দিন ধরে গোটা নেত্রকোনা জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কয়েকজন নেতাকর্মীর বাড়িঘরে হামলা ও মারধর করেছে। মহিলাও রেহাই পায়নি। এখনো হামলা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। নেতৃবৃন্দ হামলা ও মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। ##