ঢাকায় আনসার ভিডিপি সদর দপ্তরে ডে-কেয়ার সেন্টার ও মহিলা আবাসন উদ্বোধন

ঢাকায় আনসার ভিডিপি সদর দপ্তরে ডে-কেয়ার সেন্টার ও মহিলা আবাসন উদ্বোধন

BMTV Desk No Comments

আঃ খালেক খান পিভিএম  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ডে-কেয়ার সেন্টার,অস্হায়ী মহিলা আবাসন ও ওয়েটিং রুম নির্মাণ কাজের শুভ আনুষ্ঠানিক উদ্বোধন ২১মে অনুষ্ঠিত হয়।ডে-কেয়ার ও অস্থায়ী মহিলা আবাসনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক,এনডিসি এএফডব্লিউসি পিএসসি, পিএইচডি।উদ্বোধন পরবর্তী মহাপরিচালক নির্মিত ডে-কেয়ার সেন্টার,অস্হায়ী মহিলা আবাসন ও ওয়েটিং রুম পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্হিত বাহিনীর সকল কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বিজিবিএম পিবিজিএম (বার) বিএএম,উপমহাপরিচালক প্রশাসন,মোঃ জিয়াউল আলম উপমহাপরিচালক অপারেশন,আনসার ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ আনসার ভিভিপি সদর দপ্তরে কর্মরত ব্যাটালিয়ন আনসার ও কর্মচারী বৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।