অবিশ্বাস্য লাগলেও সত্য মাত্র ১০০ ঘণ্টায় তৈরি হলো ১১৮ কিলোমিটার হাইওয়ে

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ

মাত্র ১০০ ঘণ্টা বা ৪ দিনের মধ্যে তৈরি হলো ১১৮ কিলোমিটার হাইওয়ে! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটি বাস্তবায়ন করেছেন ভারতের গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ের কর্মী-ঠিকাদাররা।
অত্যাধুনিক পদ্ধতিতে বিটুমিনাস কংক্রিট বিছিয়ে চোখের নিমেষে তৈরি হয়ে গেছে মাইলের পর মাইল মসৃণ, কালো, চকচকে হাইওয়ে! একটি বাড়ির বড় উঠোন ঢালাই করতেই যেখানে এই সময় লেগে যায়, সেখানে এই অল্প সময়ের মধ্যেই ১০০ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি করা হয়েছে জানিয়ে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছেঃ এটি ৩৪ নম্বর জাতীয় সড়কের অংশ।
গাজিয়াবাদ ও আলিগড়ের মাঝের এই অংশটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এর মাধ্যমে বেশ কিছু কারখানা এলাকা, কৃষি অঞ্চল এবং শিক্ষা প্রতিষ্ঠান সংযুক্ত হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হিসেবেও কাজ করে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।
ওদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উক্ত কাজের গতির প্রশংসা করে টুইটে বলেছেন, ‘খুব গুরুত্বপূর্ণ একটি হাইওয়ে রুটে উল্লেখযোগ্য সাফল্য। এর মাধ্যমেই আরও উন্নত অবকাঠামোর জন্য কাজের গতি এবং আধুনিক পদ্ধতিকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়।
‘ উল্লেখ্য, রাস্তাটি নির্মাণের দায়িত্বে ছিল গাজিয়াবাদ আলিগড় এক্সপ্রেসওয়ে প্রাইভেট লিমিটেড, কিউব হাইওয়েজ ট্রাস্টের একটি বিশেষ সংস্থা (এসপিভি) এবং ইপিসি ঠিকাদার লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার