ময়মনসিংহে ৩০ বস্তা ভারতীয় চিনি নিয়ে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ৩০ বস্তা ভারতীয় চিনি নিয়ে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
৩০ বস্তা ভারতীয় চিনিসহ ময়মনসিংহ জেলার ধোবাউড়া সদর ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাফায়েত হোসেন (২৫) সহ ৩জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, ডিবির এস আই(নিঃ) মোঃ ইকবাল হোসেন পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ধোবাউড়া থানার গোয়াতলা বন্দর এলাকা থেকে ২১ মে ২০২৩ রাতে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা ৩০ বস্তা ভারতীয় চিনিসহ আসামি ধোবাউড়া থানার রানীগাঁও গ্রামের মন্তাজ আলীর ছেলে সাফায়েত হোসেন (২৫), গোয়াতলা বাজারের মৃত সিদ্দিকের ছেলে আসাদুল বেপারী (৩২), গোবিন্দপুর মোড়লপাড়ার জামাল মিয়ার ছেলে রাসেল মিয়া (২১) কে গ্রেফতার করেন। স্থানীয় সুত্রে জানা গেছে সাফায়েত হোসেন (২৫) ধোবাউড়া সদর ইউনিয়নের ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহবায়ক ।

উদ্ধারকৃত চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা ৩০ বস্তা ভারতীয় চিনি ৩ জন আসামিদের বিরুদ্ধে ধোবাউড়া ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করে

১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ 
এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকা থেকে ২১ মে ২০২৩  ৫টা য় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী  জয়নাল আবেদীন (৩২), পিতা-মোঃ আছিম উদ্দিন, , সাং-কালাহার (বলা হাজীর বাড়ী), থানা-ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।

আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।