
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতে আওয়ামী লীগ নেতারা পরিকল্পিতভাবে দেশকে সন্ত্রাস,সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।সন্ত্রাসী ভাষায় বিরোধী দলকে হুমকি দিচ্ছে। চারদিকে তাদের দুনিয়া যখন ছোট হয়ে আসছে,তখন তারা সংঘাত সৃস্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে মরিয়া হয়ে উঠেছে।
তিনি আজ বিকেলে ময়মনসিংহ নগরীতে বিএনপি কার্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । আগামী ২৮ মে ময়মনসিংহে বিএনপির জনসমাবেশ সফল করতে আয়োজিত যৌথ সভায় উত্তর জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ যোগ দেন।
উল্লেখ্য , কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৮ মে ,রবিবার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে জনসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ময়মনসিংহ উত্তর ,দক্ষিন জেলা ও মহানগর বিএনপি যৌথ ভাবে এই জনসমাবেশের আয়োজন করেছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এর
সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আহমেদ তাইয়্যেবুর রহমান হীরন,ইয়াসির খান চৌধুরী ,এ্যাড.নুরুল হক, হাফেজ আজিজুল হক, কামরুজ্জামান লিটন, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,
আমিরুল ইসলাম ভূইয়া মনি, এমদাদ হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিপ্লব, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, প্রমুখ বক্তব্য রাখেন ।
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, আওয়ামী সরকারের গণতন্ত্র,মানবাধিকার ,ভোটাধিকার,মত প্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে দেশ বিদেশে সকলে সোচ্চার । কিন্তু সরকার এক গুয়েমি করে আবারও এক তরফা সাজানো পাতানো নির্বাচন করতে গিয়ে দেশকে মহা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এর দায় দায়িত্ব আওয়ামী লীগকেই বহন করতে হবে । তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাবেশ আন্দোলনেই আওয়ামী লীগ সরকার বেসামাল হয়ে পড়েছে। জেলা সমাবেশ বানচাল করতে ব্যাপক গ্রেফতার ,গায়েবী মামলা তাই প্রমাণ করে। তিনি সকল বাধা বিপত্তি উপেক্ষা করে ২৮ মে ময়মনসিংহে বিএনপির জনসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারের বিরুদ্ধে জন ঝড়ের বিপৎসংকেত জানতে চাওার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আওয়ামী সরকারের বিরুদ্ধে জন ঝড়ের বিপৎসংকেত কোনো পরিমাপক যন্ত্রে ধরবে না। তথ্য মন্ত্রী আওয়ামী লীগের জনপ্রিয়তা জানতে বিএনপিকে নির্বাচনে যাওয়ার আহ্বান জানিয়েছেন , অথচ এ কথা দিনের আলোর মতো সত্য যে, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে জনগণের রায় প্রতিফলনের কোনো সুযোগ নাই । বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে,তবে তা নিরপেক্ষ সরকারের অধীনে । আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেবে না। তিনি আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকলের জন্য সমান সুযোগের নির্বাচনে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানান ।
হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথ সভা
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী সরকারের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে দেশ বিদেশে সকলে সোচ্চার । কিন্তু সরকার এক গুয়েমি করে আবারও এক তরফা সাজানো পাতানো নির্বাচন করতে গিয়ে দেশকে মহা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এর দায় দায়িত্ব আওয়ামী লীগকেই বহন করতে হবে ।
তিনি আজ সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথ সভায় বক্তব্য রাখছিলেন ।
যৌথ সভায় ২৮ মে ময়মনসিংহে বিএনপির জনসমাবেশ এবং ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচী সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবির এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আরফান আলী ,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন,আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব ,উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই,অধ্যাপক মোফাজ্জল হোসেন ,কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম , সাইদুল ইসলাম ,ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান , তারিকুল ইসলাম চঞ্চল , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান,জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল,সদস্য সচিব আসাদুজ্জামান সুজন,
জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর ,উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,,সাধারণ সম্পাদক আবদুল হান্নান , উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম,মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমুখ ।
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, শান্তিপূর্ণ সমাবেশ আন্দোলনেই আওয়ামী লীগ সরকার বেসামাল হয়ে পড়েছে। জেলা সমাবেশ বানচাল করতে ব্যাপক গ্রেফতার ,গায়েবী মামলা তাই প্রমাণ করে। তিনি সকল বাধা বিপত্তি উপেক্ষা করে ২৮ মে ময়মনসিংহে বিএনপির জনসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারের বিরুদ্ধে জন ঝড়ের বিপৎসংকেত জানতে চাওার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আওয়ামী সরকারের বিরুদ্ধে জন ঝড়ের বিপৎসংকেত কোনো পরিমাপক যন্ত্রে ধরবে না। তথ্য মন্ত্রী আওয়ামী লীগের জনপ্রিয়তা জানতে বিএনপিকে নির্বাচনে যাওয়ার আহ্বান জানিয়েছেন , অথচ এ কথা দিনের আলোর মতো সত্য যে, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে জনগণের রায় প্রতিফলনের কোনো সুযোগ নাই । বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে,তবে তা নিরপেক্ষ সরকারের অধীনে । আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেবে না। তিনি আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকলের জন্য সমান সুযোগের নির্বাচনে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানান ।