স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
সাহসী এক নারী রোখসানা আক্তার। তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়ার সময় যাত্রীবেশী সাজেদা খাতুন নামে ছিনতাইকারীকে জাপটে ধরে পুলিশে দিলেন তিনি ।
যাত্রী বেশে অটোরিকশায় উঠে গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিচ্ছিলেন সাজেদা খাতুন । এসময় যাত্রী রোখসানা আক্তার অটোরিকশাচালককে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেন। গাড়ি থেকে পড়ে দৌড়ে পালিয়ে যান চালকসহ দুজন। পরে ওই নারী ছিনতাইকারীকে জাপটে ধরে চিৎকার করেন রোখসানা আক্তার। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন।
সোমবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের কাচারী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।রোখসানা বেগম (২৭) নান্দাইল উপজেলার ঘোষপালা গ্রামের বাসিন্দা। আটক সাজেদা খাতুন জেলার ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের মৃত আহম্মদ আলীর মেয়ে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।