You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ মে) বিকেলে নগরীর কৃষ্টপুর সড়কে অভিযান করেন সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম।
সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো- নিউ শাওন হাসপাতাল, শাওন ডায়াগনো ল্যাব ও মনির উদ্দিন প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।মো. নজরুল ইসলাম বলেন, আজিজ-বিলকিস নামের ভবনের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অবৈধভাবে চলছিল। একটি প্রতিষ্ঠানেরও রেজিস্ট্রেশন নেই। এছাড়া হাসপাতালে ছিল না কোনো চিকিৎসক, নার্স ও জনবল। অথচ সেখানে রোগী ভর্তি করা হয়েছে।তিনি বলেন, একই ভবনের ছোট্ট একটি কক্ষে রেক্স গ্লোবাল নাম দিয়ে আরেকটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। ওই কক্ষে অনলাইনে চিকিৎসকের মাধ্যমে রিপোর্ট করে রোগীদের সেবা প্রদান করে আসছিল। তারা চিকিৎসকের সঙ্গে চুক্তিবদ্ধের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের ওই প্রতিষ্ঠানটিও সিলগালা করা হয়।
সিভিল সার্জন বলেন, জেলার প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে। যথাযথ আইন না মেনে পরিচালিত হলে কিংবা অবৈধভাবে পরিচালিত হলে সিলগালাসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।