
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের দুই কান কাটা। তাদের হায়-লজ্জা নাই বলেই তাদের ভোট চুরি ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার সতর্কতা নিয়েও হাস্যকরভাবে অসত্য কথা বলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে।
তিনি আজ বিকেলে ময়মনসিংহে বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। ময়মনসিংহ নগরীর হরি কিশোর রায় সড়কে বিএনপি কার্যালয়ে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ময়মনসিংহের শিক্ষক,সাংবাদিক,চিকিৎসক ,কৃষিবিদ, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা সরকারের সাজানো-পাতানো একতরফা নির্বাচনের উদ্যোগের বিরুদ্ধে বিরাট চপটাঘাত।বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা সতর্কতার প্রতিটি লাইন আওয়ামী সরকার ও তাদের অনুগতদের বিরুদ্ধে। কারণ তারাই সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য একমাত্র প্রতিবন্ধক।
তিনি আরও বলেন, ওই নিষেধাজ্ঞা সতর্কতায় উল্লিখিত ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, জনগণকে সংগঠিত হওয়ার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে বাধাদান ও রাজনৈতিক দল, ভোটার, নাগরিক সমাজ এবং গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখতে রাষ্ট্রের প্রশাসনকে অপব্যবহার করে তুঘলকি কর্মকাণ্ড আওয়ামী সরকার ও তাদের অনুগতরাই করছে। আজও ঢাকার জিনজিরা, খাগড়াছড়িতে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে প্রশনের ছত্রছায়ায় আওয়ামী নেতাকর্মীরা হামলা করেছে।