You must need to login..!
Description
আব্দুল খালেক খান পিভিএমএস
নারী উন্নয়নের অগ্রদূত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম অষ্ট্রেলিয়ার মেলবার্নে রোটারী ইন্টারন্যাশনাল কনভেনশন আর্চ ক্লাম্ফ সোসাইটি কর্তৃক আন্তর্জাতিক পর্যায়ের সম্মান জনক একেএস পদক গ্রহণ করেন।অস্ট্রেলিয়ার মেলবোর্ণে রোটারী ইন্টারন্যাশনাল কনভেনশন আর্চ ক্লাম্ফ সোসাইটি কতৃক আয়োজিত একটি জাকজোমকপূর্ণ অনুষ্ঠানে শুক্রবার অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগমকে একেএস পদক প্রদান করা হয়।রোটারী ইন্টারন্যাশনালের আমন্ত্রণে আর্চ সোসাইটির নতুন সদস্য হিসাবে তিনি এই আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেন।পদকটি আন্তার্জাতিক মানের একটি অত্যন্ত সম্মানিত।অষ্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রতিষ্ঠিত দি মি হেলথোমিক্স পরিচালিত বায়োমলিকুলার ল্যাবটি বিশ্বের মধ্যে অত্যাধুনিক মানসম্পন্ন ল্যাবের মাধ্যমে ক্যান্সারসহ দুরারোগ্য ব্যাধির ডিএনএ সিকোয়েন্সিং প্রদান করা হয়।বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে সে দেশের ল্যাবের সহায়তায় বায়োমলিকুলার ল্যাব প্রতিষ্ঠিত করেছে।ল্যাবটির আইএসও সনদ প্রাপ্তি সহ গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়,পারিস্পারিক অভিজ্ঞতা বিনিময়,ল্যাব ব্যবস্থাপনায় কারিগরী কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে।লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ অস্ট্রেলিয়ার একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও মানব কল্যাণমূলক সংস্থা কর্তৃক টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালকে আর্থিক সহায়তা, হাত-পা হারানো ব্যক্তিদের কৃত্রিম হাত-পা সংযোজন ও কারিগরী সহায়তা প্রদান করে থাকে।এ সংস্থার সাথে সম্পর্ক জোরদার ও তাদের আমন্ত্রণে প্রতিষ্ঠান পদিরর্শন ও মতবিনিময় করেন।এ সময় উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে অষ্ট্রেলিয়ার সংসদ সদস্য সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম অষ্ট্রেলিয়ায় একেএস পদক গ্রহণ উপলক্ষে তাঁর সফরকারী প্রতিনিধি দল অস্টেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।সে দেশের নার্সিং ও মিডওয়াইফাই কোর্স সম্পর্কিত বিভিন্ন কলেজ,বিভাগ পরিদর্শন, টিএমএসএস পরিচালিত মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের মধ্যে শিক্ষা,গবেষণা বিনিময় বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। সরফকারী দল অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদেশ ভ্রমণ,শিক্ষা, গবেষণা,সামাজিক ব্যবসা সম্পর্কিত বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে মতবিনিময় করবেন।টিএমএসএসের প্রতিনিধি দলে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম,টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগমসহ প্রতিনিধি দলটি আগামী ৮ জুন দেশে ফিরবেন।অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম অষ্ট্রেলিয়ার মেলবার্নে রোটারী ইন্টারন্যাশন্যাল কনভেনশন আর্চ ক্লাম্ফ সোসাইটি কর্তৃক আন্তর্জাতিক পর্যায়ের সম্মানজনক একেএস পদক গ্রহণ করায় তাঁকে ঢাকার দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক, সফেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক ডক্টর খান আসাদুজ্জামান পিভিএমএস এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রাক্তন পরিচালক, দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএমএস অভিনন্দন জানিয়েছেন।