এম এ খালেক পিভিএমঃ
দেশের নারী উন্নয়নের পথিকৃত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ও দক্ষিণ কোরিয়ার কিয়াংডং ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে কিয়াংডং ইউনিভার্সিটির উদ্যোগে শনিবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্পট এ্যাডমিশন প্রোগ্রামে ২৮ জন শিক্ষার্থী দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।এ্যাডমিশনে পুন্ড্র ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ হতে ২০ জন ও ব্যবসায় প্রশাসন বিভাগ হতে ৮ জনসহ মোট ২৮ জন শিক্ষার্থী প্রথম সেমিস্টারে শতভাগ স্কলারশিপে প্রাথমিকভাবে ভর্তির সুযোগ পেয়েছে।শিক্ষার্থীগণ সেমিস্টার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ত্রিশ থেকে শতভাগ ওয়েভার সুবিধাপ্রাপ্ত হবে বলে কিয়াংডং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।এছাড়াও মনোনীত শিক্ষার্থীগণকে সপ্তাহে ২০ কর্ম ঘন্টা পার্ট-টাইম চাকুরির সুযোগ প্রদান করা হবে বলে তাঁরা জানান।অনুষ্ঠানে কিয়াংডং ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর ড.জন লি,প্রফেসর জ্যাক কে চোই,এসোসিয়েট প্রফেসর ড.নূর আলম ও পুন্ড্র ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড.মোঃ মোজাফ্ফর হোসেন, ট্রেজারার মুহাঃ সুজন শাহ-ই-ফজলুল,বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড.খাজা জাকারিয়া আহমদ চিশতী, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ড. মোঃ আলাউদ্দিন ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
মনোনীতদের আসন্ন সেপ্টেম্বর-২০২৩ মাস হতে শুরু হওয়া সেমিস্টারে ২৫ জন ও মার্চ-২০২৪ হতে শুরু হওয়া সেমিস্টারে ৩ জন ভর্তির সুযোগ প্রাপ্ত হবেন।কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও বিবিএ ব্যবসা ও হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীগণ দক্ষিণ কোরিয়ায় ডিগ্রী লাভ করতে পারবেন।