বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

এম এ খালেক পিভিএম :

জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত পরিবেশবান্ধব কৃষি চর্চার বিস্তার ঘটানোর লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহায়তায় বগুড়ার ৪টি উপজেলায় জৈব প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে RMTP প্রকল্প।প্রকল্পটি বিষমুক্ত সতেজ নিরাপদ সবজি উৎপাদনে অভ্যস্তকরণে কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন সবজির প্রদর্শনী প্লট স্থাপনের মাধ্যমে অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধ করতে নানারকম কর্মসূচির পাশাপাশি কৃষক মাঠ দিবসের আয়োজন করে থাকে।তারই ধারাবাহিকতায় ৩০ মে বগুড়ার তেলিহারা পশ্চিম পাড়া এলাকায়’কৃষক মাঠ দিবস’এর আয়োজন করে টিএমএসএসের RMTP প্রকল্পটি।টিএমএসএসের মহাস্থান অঞ্চল প্রধান মোঃ এনামুল হক শাহীনের সভাপতিত্বে আরএমটিপি প্রকল্পের কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষক মাঠ দিবসে উপস্থিত কৃষক,কৃষি ও মাঠ দিবসের তাৎপর্য ও প্রয়োজনীতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নিদেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের যুগ্ম-পরিচালক মোঃ রেজাউল করিম।মাঠ দিবস অনুষ্ঠানে প্রকল্পের VCF এ.বি.এম মাহমুদুল হাছান, টিএমএসএস বগুড়া উত্তর জোন প্রধান মোঃ শাহিন মাহমুদ,গোকুল শাখার,শাখা ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন,কৃষি উদ্যোক্তা শ্রী চন্দন সরকার ও মোঃ রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বক্তারা কৃষক মাঠ দিবসের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বহু কৃষক,সুবিধা ভোগী কৃষক,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার