খুলনা রেঞ্জে আনসার ভিডিপি কর্মকর্তাদের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা রেঞ্জে আনসার ভিডিপি কর্মকর্তাদের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

BMTV Desk No Comments

এম এ খালেক খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কর্তৃক আয়োজিত খুলনা রেঞ্জাধীন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।খুলনা রেঞ্জ কমান্ডার কার্যালয়ে ২৯ মে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী সভাপতিত্ব করেন।সভায় আনসার ভিডিপি সংগঠন,কর্মকর্তা,কর্মচারীদের করণীয়,ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন বিষয়ক গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বি।তিনি উপস্থিত সকল কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি বলেন তৃর্ণমূলের এ সংগঠনকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।তিনি বলেন,ইতিমধ্যে যারা বিভিন্ন পেশা ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ নিয়েছে তাদের কে প্রশিক্ষণলব্দ ঞ্জান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।কর্মশালায় রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে খুলনা রেঞ্জাধীন ইউনিট সমূহের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের ১দিন মেয়াদী ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণে সংগঠনের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত প্রশিক্ষণ ও মাসিক সভায় খুলনা রেঞ্জাধীন সকল ইউনিটের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাগণ অংশ নেয়।