অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সাথে টিএমএসএস পরিদর্শন টিমের মতবিনিময়

You must need to login..!

Description

এম এ খালেক খান পিভিএম :

বাংলাদেশের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের নেতৃত্বে টিএমএসএসের ৫ সদস্যের অস্ট্রেলিয়া পরিদর্শনরত প্রতিনিধি দল গতকাল কুইন্সল্যান্ড স্টেটের ব্রিসবেনে সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি,অস্ট্রেলিয়ায় মেডিকেল ফ্যাকাল্টির বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন।পরিদর্শনের সময় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম,টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগমসহ প্রতিনিধি দলের অন্য সদস্য,বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি প্রধান,গবেষক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের সাথে টিএমএসএস মেডিকেল কলেজ,নার্সিং কলেজের শিক্ষার ব্যবহারিক মান উন্নয়নের জন্য ছাত্র-ছাত্রী,শিক্ষক ও ডাক্তারগণের অস্ট্রেলিয়াতে শিক্ষা ভিজিট এবং বিভিন্ন কোর্স সমাপ্ত করার নিমিত্তে টিএমএসএস ও অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির মধ্যে এমওইউ স্বাক্ষরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার