You must need to login..!
Description
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলা সদরে ঈমামবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধর্মপ্রাণ মুল্লীদের উদ্যেগে প্রচন্ড ভয়াবহ খরার কারনে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয় । এতে শত শত মুসুল্লী নামাজে অংশ গ্রহন করে । সর্বনাশা ভয়াবহ গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে । অন্য দিকে পিডিবি ও পল্লীতে লোডশেডিংয়ের জন্য সর্বস্তরের জনসাধারণের নানান রোগের আক্রান্ত হচ্ছে । বিশেষ করে গ্রাম এলাকায় বিদ্যুতে চরম খারাপ অবস্থা । গফরগাঁও মধ্য বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এমাদুল হক (ইন্তু মহাজন) জানান , প্রচন্ড গরমের ফলে ব্যবসা-বাণিজ্যর মন্দা ভাব দেখা দিয়েছে । খরার কারনে গ্রাম এলাকায় জনসাধারণ শহরে আসার সাহস করতে পারছে না । গরম ও ভয়াবহ লোড শেডিংয়ের জন্য রাতে ঘুমাতে পারছে না । বিদ্যুৎ না থাকায় গ্রামবাংলার মসজিদ গুলোতে পানির অভাবে অজু করতে পারছে না । আবহমান গ্রাম বাংলার কালের বির্বতনে এখন আর মসজিদে নুলকুপ বা পুকুর নেই বললেই চলে ।