You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১২জনকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) শামছুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার নতুন বাজার ট্রাফিক মোড়স্থ ARTISAN এর সামনে রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টামামলায় আসামী শেখ রকিবুল হক @ মোঃ রানা(৩০), পিতা-মৃত-ইদ্রিস আলী শেখ ,সাং- কাশর (জেল রোড) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে একটি ফিরোজা রংয়ের বাটযুক্ত অনুমান ৭.৩ ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট চাকু, যাহার বাটের দৈর্ঘ্য ৪.৬ ইঞ্চি এবং ধারালো অংশের দৈর্ঘ্য অনুমান ৩.২ ইঞ্চি উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আলী আজগর এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চরপাড়া মোড়স্থ ঢাকা মিষ্টি মুখের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী আল আমিন (২২), সাং-চরপাড়া (কপিক্ষেত), (বিটু মিয়ার বাসার ভাড়াটিয়া), ভাসমান নুর মোহাম্মদ (২০), সাং-পাটগুদাম (মদের ডিপো) (দোকানদার পিয়াল এর বাসার ভাড়াটিয়া) ভাসমান, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে (১) একটি স্টীলের ফোল্ডিং ছোড়া, যাহার দৈর্ঘ্য অনুমান ৭.৮ ইঞ্চি, যাহার সিলভার ও সোনালী রংয়ের, ছোড়াটি বন্ধ অবস্থায় দৈর্ঘ্য অনুমান ৪.২ ইঞ্চি এবং ধারালো অংশের দৈর্ঘ্য অনুমান ৩.৫ ইঞ্চি, (২) একটি নীল রংয়ের MARCEL বাটন ফোন, (৩) একটি লাল রংয়ের MAXTEL বাটন ফোন, (৪)
একটি কালো ও খয়েরী রংয়ের বাট বিশিষ্ট ফোল্ডিং ছোড়া, যাহার দৈর্ঘ্য অনুমান ৫.৮ ইঞ্চি, যাহা বন্ধ অবস্থায় অনুমান দৈর্ঘ্য ৩.৩ ইঞ্চি, ধারালো অংশের দৈর্ঘ্য অনুমান ২.৫ ইঞ্চি, (৫) একটি নীল রংয়ের SAMSUNG এন্ড্রোয়েড মোবাইল ফোন, (৬) বাংলাদেশী টাকার বিভিন্ন প্রকার নোটের সর্বমোট ৮৩০/- (আটশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) মাসুদ জামালী, এএসআই(নিঃ) ভোলানাথ সাহা, এএসআই(নিঃ) মাহমুদুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় হতে অন্যান্য মামলায় মোট ০৩জন আসামী গ্রেফতার করেন। আসামীরা হলেন সাইদুল ইসলাম ওরফে শাওন(২৮), মোঃ নুরুজ্জামান(৩০), লিটন(৩০)।
ইহাছাড়াও এসআই(নিঃ) আরিফুল ইসলাম এবং এএসআই(নিঃ) হযরত আলী, উমর ফারুক, রেজাউল করিম প্রত্যেকে থানা এলাকা পৃথক পৃথক অভিযান চালিয়ে ০১টি জিআর ও ০৫টি সিআর বডি সহ মোট ০৬টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় শাহাবুদ্দিন গোয়াল (৫০), সিআর গ্রেফতারী পরোয়ানায় খাজাল উদ্দিন (৫০), আলী আজগর (৫৫), উমর আলী (৪৫), মুঞ্জুরুল কাদের দুলাল (৫৫), রেজাউল হক কে গ্রেফতার কার হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।