You must need to login..!
Description
মঞ্জুরুল ইসলাম
ময়মনসিংহে অস্থির বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজ, মুরগি, সবজি, ডাল ও খাসির মাংসের দাম। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর প্রধান কাঁচাবাজার মেছুয়া বাজারে ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
ওই বাজারের সবজি বিক্রেতা মো. ইমরান বলেন, সপ্তাহের ব্যবধানে সব প্রকার সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে কমেছে।তিনি বলেন, কাঁচামরিচ ১০০ টাকা, গাজর ৮০ টাকা, সজনে ডাটা ১০০ টাকা, কাকরোল ৫০ টাকা, টমেটো ৬০ টাকা, শশা ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, ঢেঁড়স ২৫ টাকা, ধুন্দল ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, লাউ ৪০ টাকা, করলা ৫০ টাকা, ফুলকপি ১২০ টাকা কেজি, বাধাকপি ৬০ টাকা কেজি, কচুর লতি ৬০ টাকা, কুমড়া ৩০ টাকা পিস, বরবটি ৫০ টাকা, কাঁচকলা ৪০ টাকা হালি, পেঁপে ৪০ টাকা ও মুখি কচু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
একই বাজারের মুরগি বিক্রেতা মো. হোসাইন বলেন, সপ্তাহের ব্যবধানে সব প্রকার মুরগির দাম কমেছে। ব্রয়লার মুরগি ১০ টাকা কমে ১৮০ টাকা, সোনালী মুরগি ১৩০ টাকা কমে ২৫০ টাকা, সাদা কক ৫০ টাকা ২৩০ টাকা, লেয়ার মুরগি ৩৮০ টাকা, দেশি মুরগি ৫০ টাকা কমে ৫২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।মাছ মহালের মাছ বিক্রেতা জাহিদ মিয়া বলেন, মাছের দাম স্থিতিশীল আছে। তবে বাজারে আগের মত ক্রেতা নেই।
তিনি বলেন, ছোট কাতল ২৫০ টাকা, কারফু ২৮০ টাকা, বড় মৃগেল ২৮০ টাকা, রাজপুটি ২৪০ টাকা, রুই মাছ ৩৫০ টাকা, চিংড়ি ৬০০ টাকা, গুলশা ৫০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, কাঁচকি ৫০০ টাকা, বাগদা চিংড়ি ৬০০ টাকা, কই মাছ ৩০০ টাকা, তেলাপিয়া ২৩০ টাকা, পাঙাস ১৮০ টাকা, কালবাউশ ৩০০ টাকা, সিলভার কার্প ২৮০ টাকা, বোয়াল মাছ ৯০০ টাকা, শিং মাছ ৪০০ টাকা, বাইম মাছ এক হাজার ২০০ টাকা ও আইড় মাছ এক হাজার টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।ওই বাজারের মুদি দোকানী আব্দুস সালাম বলেন, আমদানির পর পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা টাকা করে কমেছে। তবে আমরা যে পেঁয়াজ বিক্রি করছি এগুলো আগের কেনা ছিল। তাই লোকসানে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
তিনি বলেন, পেঁয়াজ ৬০ টাকা, দেশি রসুন ১৪০ টাকা, ইন্ডিয়ান রসুন ১২০ টাকা, আদা ২৮০ টাকা, বড় আলু ২ টাকা কমে ৩৪ টাকা, দেশি আলু ২ টাকা কমে ৪৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
একই বাজারের ইব্রাহিম স্টোরের বিক্রেতা ইব্রাহিম মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে সব প্রকার ডাল কেজিতে ২ থেকে ৩ টাকা করে কমেছে।তিনি বলেন, মাসকলাই ১৩০ টাকা, মাসকলাই ডাল ১৬০ টাকা, মুগডাল ১২০ টাকা, দেশি মসুর ডাল ১২০ টাকা, ইন্ডিয়ান মসুর ডাল ৯০ টাকা, ছোলা বুট ৭০ টাকা, বুটের ডাল ৭৫ টাকা, মটর ৬০ টাকা, লবণ ২ টাকা বেড়ে ৩৮ টাকা, চিনি ১২৮ টাকা, প্যাকেট আটা ৬২ টাকা, খোলা আটা ৫০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে।
মাংস মহালের মাংস ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, খাসির মাংস ৫০ টাকা কমে এক হাজার টাকা, ছাগল ৮০০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে মুরগির ডিম হালিতে ২ টাকা করে কমেছে। দেশি মুরগির ডিম ৬৫ টাকা, হাঁসের ডিম ৬০ টাকা ও ফার্মের মুরগির ডিম ৪৫ টাকা হালি বিক্রি হচ্ছে।