গফরগাঁওয়ে অটোরিকশা চার্জ দিতে গিয়ে এক যুবক নিহত

গফরগাঁওয়ে অটোরিকশা চার্জ দিতে গিয়ে এক যুবক নিহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে সুমন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের দিঘা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুমন মিয়া সারাদিন অটোরিকশা চালিয়ে বিকেলের দিকে বাড়িতে ফেরেন। এরপর নিজ গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।চেয়ারম্যান শাহাবুল আলম আরও বলেন, পরে পরিবারের লোকজন টের পেয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।