সংলাপের আশার প্রদীপ তেল ছাড়া জ্বালালে মূহুর্তেই নিভে যাবে-সৈয়দ এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  সংলাপের আশার প্রদীপ তেল ছাড়া জ্বালালে মূহুর্তেই নিভে যাবে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে নীতিগত রাজী না হলে বিএনপি তথা বিরোধী দল সরকারের সাথে অর্থহীন সংলাপে বসবে না। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের পথে নিজেদেরকে একমাত্র বাঁধা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এমরান সালেহ প্রিন্স আজ সকাল থেকে রাত অবধি ধারাবাহিক ভাবে ধোবাউড়া উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল,তাঁতী দল, জাসাস, শ্রমিক দল,ওলামা দল,মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন ।
মতবিনিময় সভাসমূহে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেন,জনগণকে বিভ্রান্ত করতে তারা নিত্য নতুন বক্তব্য দিচ্ছেন ।অথচ একতরফা ও ষড়যন্ত্রমূলক নির্বাচনের নামে প্রহসন করে ভেটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের পথ সঙ্কুচিত করে সঙ্কট তারাই সৃস্টি করেছেন। বিএনপির দাবী মোটেও নেগেটিভ নয়, বিএনপির দাবী পজিটিভ বলেই তা জনগণ কর্তৃক সমর্থিত ও সমাদৃত হয়ে তা আজ গণদাবীতে পরিণত হয়েছে ।তিনি বলেন, আজীবন ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ ইচ্ছামতো সংবিধান কাটাছিড়া করে নির্বাচনী ব্যাবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিগত দিনে বার বার প্রমাণিত হয়েছে, অবাধ,নিরপেক্ষ ,সুষ্ঠু নির্বাচনের পথে আওয়ামী লীগ সরকার একমাত্র বাধা ।তাই সরকারের পদত্যাগ ,পার্লামেন্ট বিলুপ্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অবাধ,নিরপেক্ষ ,সুষ্ঠু নির্বাচন একমাত্র গ্যারান্টি ।তিনি বলেন, আওয়ামী লীগ সুপরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে ফরমায়েশি রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাদ দিয়েছ । মেজরিটির জোড়ে বাদ দিলেই তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু হয়ে যায় নি, বরং রাজনৈতিক ও নির্বাচনী  বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকার এখনও অনেক বড় জীবন্ত ইস্যু । পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে কি নাই, সংবিধানে কি আছে -তা না খুঁজে অবাধ,সুষ্ঠু নির্বাচনের স্বার্থে , দেশ,গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পদক্ষেপ নিতে হবে। অবাধ,সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশেই প্রথম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল।পৃথিবীর কোনো দেশে ভোটের আগের রাতে অনুগত প্রশাসন দিয়ে ব্যালট বাক্স বোঝাই করে ফল ঘোষনা দেয়া হয় না।সংবিধানের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করা যাবে না। সংবিধান বাধা নয়, সুষ্ঠু নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আওয়ামী লীগ সরকারেরর সদিচ্ছা আছে কি না,সেটাই বড় প্রশ্ন।

মতবিনিময় সভাসমূহে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, বিএনপি নেতা ফরিদ আল রাজি কমল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নাইমুর আরেফীন পাপন, যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার,যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি , সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ,কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল,সদস্য সচিব কাছুম উদ্দিন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন ,সদস্য সচিব আমিনুল ইসলাম পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম ইমরান হোসাইন সদস্য সচিব কামরুল হাসান সুমন, মহিলা দলের জেলা কমিটির পুষ্পন্নাহার,তাহমিনা আক্তার,ওলামা দলের মাওলানা ওবায়দুল্লাহ, মওলানা হাবিবুর রহমান,জাসাস নেতা আতাউর রহমান,এনামুল হক, তাঁতী দলের আহ্বায়ক ওসমান গণি সরকার,সদস্য সচিব হাসান শাহ প্রমুখ বক্তব্য রাখেন ।