এম এ খালেক খান পিভিএম : নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত টিএমএসএস আয়োজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের কৈশোর কর্মসূচীর উদ্যোগে উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাংগনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ রিজু।টিএমএসএসের যুগ্ম পরিচালক মোঃ কামরুজ্জামান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরচিালক-৩ মোঃ সোহরাব আলী খান।মোঃ সোহরাব আলী খান বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি খেলাধুলারও আয়োজন করে থাকে।এরই ধারাবাহিকতায় আজকের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।তিনি বিজয়ী ও বিজিত দলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।অনুষ্ঠানে অপর বিশেষ অতিথি শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ আবু তাহের,টিএমএসএসের যুগ্ম-পরিচালক মোঃ রেজাউল করিম ও জোনাল ম্যানেজার শাহীন মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৈশোর কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম অফিসার শামিমা আক্তার ও মরিয়ম খাতুন উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।টুর্নামেন্টে অংশ গ্রহণ করে শিবগঞ্জ সদর ইউপি দল বনাম রায়নগর ইউনিয়ন দল।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,বিভিন্ন কৈশোর ক্লাবের সদস্যবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।