ফুলবাড়ীয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত 

ফুলবাড়ীয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত 

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় (১২ জুন) সোমবার ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ কুশমাইল পিএফএ পালিত হয়েছে। সহযোগিতায় ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আয়োজনে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম। ২০০২ সালে সর্বপ্রথম দিবসটি পালন করা শুরু করে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)। শিশু শ্রমের কারণে বাচ্চাদের দুর্দশার কথা তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য।
দিবসটির প্রতিপাদ্য ” শিশু শ্রম নয়’ শিশুর জীবন হোক স্বপ্নময়”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোসলেম উদ্দিন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন,আর্থ-সামাজিক দুরবস্থাও শিশুশ্রমের অন্যতম কারণ। গ্রামে কাজের অপ্রতুল সুযোগ, সামাজিক অনিশ্চয়তা, মৌলিক চাহিদা পূরণের অভাব ইত্যাদি কারণে গ্রাম থেকে মানুষ শহরমুখী হচ্ছে। নদীভাঙন, বন্যা, খরা, জলোচ্ছ্বাস ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। এ জাতীয় প্রতিটি ঘটনা-দুর্ঘটনাই শিশুদের কায়িক শ্রমের দিকে ঠেলে দিচ্ছে। বাবা-মায়ের স্বল্প শিক্ষা, দারিদ্র্য এবং অসচেতনতার কারণে তারা শিক্ষাকে একটি অলাভজনক কর্মকাণ্ড মনে করে। সন্তানদের ১০/১৫ বছর ধরে শিক্ষা উপকরণ ও সুযোগের অভাব এবং শিশুশ্রমের কুফল সম্পর্কে অভিভাবকদের অসচেতনতা বা উদাসীনতায় দেশে শিশুশ্রম বাড়ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুশমাইল এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমা রেবেকা মুর্মু,ইউপি সদস্য আলমাস,আঃকাদের জিলানী, আলমাস আলী,মোখলেছুর রহমান,বিভিন্ন ওয়ার্ডের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতিবৃন্দ, স্কুলের শিক্ষক,শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ।