স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ১২ জুন(সোমবার) ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের এডভোকেট ফজলুল হক। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের নূরুজ্জামান সরকার বকুল মাস্টারের চেয়ে ৩ হাজার ৭ শত ৯৯ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৩ এর রিটার্নিং অফিসার ও ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, নৌকা প্রতীকে এডভোকেট ফজলুল হক পেয়েছেন ২৬ হাজার ৭ শত ৬৮ ভোট।নিকটতম প্রতিদ্বন্ধি হিসেবে ঘোড়া প্রতীকের নূরুজ্জামান সরকার বকুল মাস্টার পেয়েছেন ২২ হাজার ৯ শত ৬৯ ভোট।এদিকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করা জাতীয় পার্টি(জেপি)এস এ মাসুদ তালুকদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭ শত ৩৫ ভোট।ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ হাজার ৯ শত ৩১ ভোট।ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের হতাশাজনক উপস্থিতির কারণে ভোট পড়েছে মাত্র ২০.৭১ শতাংশ।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান(পুরুষ)পদে পরস্পর ৩ জন প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে নির্বাচনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে আবু হুরায়রা।তিনি নিকটতম প্রতিদ্বন্ধি টিউবওয়েল প্রতীকের মিজানুর রহমান চৌধুরী শামীমের চেয়ে ৭ হাজার ৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।চশমা প্রতীকে আবু-হুরায়রা পেয়েছেন ২৩ হাজার ৩১ ভোট।টিউবওয়েল প্রতীকে মিজানুর রহমান শামীম পেয়েছেন ১৫ হাজার ৯ শত ৪৭ ভোট।অপর প্রতিদ্বন্ধি সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন তালা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪ শত ১৬ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস-চেয়ারম্যান পদ্মফুল প্রতীকের সালমা আক্তার কাকন।তিনি একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থী হাসনা বেগম বেবীর চেয়ে ৬ হাজার ৯৮ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।সালমা আক্তার কাকন পেয়েছেন ২৯ হাজার ৬ শত ৬৬ ভোট।হাসনা বেগম বেবী পেয়েছেন ২৩ হাজার ৫ শত ৬৮ ভোট।
উল্লেখ্য যে,তারাকান্দা উপজেলায় ১০৪ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।তারাকান্দায় মোট ভোটার রয়েছেন-২ লক্ষ ৫৯ হাজার ৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন-১ লক্ষ ৩২ হাজার ৫ শত ৪৮ জন।মহিলা ভোটার রয়েছেন-১ লক্ষ ২৬ হাজার ৪ শত ৫৬ জন।
এদিকে ঘটনাবহুল আলোচিত উপজেলা পরিষদটির নির্বাচনে সংঘর্ষ ও প্রশাসনের ৭২ ঘন্টা ১৪৪ ধারা জারির পর সব শঙ্কা কাটিয়ে সোমবার(১২) জুন শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির পরও ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো অনেক কম।প্রায় ২ লক্ষাধিক ভোটার এদিন ভোটদানে অনুপস্থিত ছিলেন বলে জানাগেছে সংশ্লিষ্ট সূত্রে।