সরকার নিরপেক্ষ নির্বাচনের দাবীকে অগ্রাহ্য করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে-প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আবার ভোটচুরি করে ক্ষমতায় থাকতে সরকার সুষ্ঠু ,নিরপেক্ষ নির্বাচনের দাবীকে অগ্রাহ্য করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এর দায় দায়িত্ব আওয়ামী লীগকেই বহন করতে হবে ।
তিনি আজ দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের ভাট্টা বাজারে ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং বিকেলে একই স্থানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম কাজী বদরুদ্দোজা ইমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।


মতবিনিময় ও স্মরণ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন,আওয়ামী লীগ নেতারা তাদের দুঃশাসন ও দুর্নীতির কারণে শোচনীয় পরাজয়ের আশঙ্কায় নিরপেক্ষ নির্বাচনে ভয় পায় ।সেজন্য তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে সংবিধান কাটাছেড়া করে এখন সংবিধানের দোহাই দিয়ে আবারও প্রহসনের নাটক করতে চাচ্ছে। তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে সংবিধান বাধা নয়, আগেও ছিলনা। বাধা আওয়ামী লীগ।তারা জানে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে তারা শোচনীয় ভাবে পরাজিত হবে।সে জন্য নানা চক্রান্ত করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভোটচুরির চক্রান্তের বিরুদ্ধে দেশে বিদেশে সকলে সোচ্চার ।তিনি বলেন, বিদেশে বিএনপির বন্ধু আছে,প্রভু নেই।বিদেশীরা নয়,দেশের জনগণ বিএনপির রাজনীতির নিয়ামক শক্তি । জনগণই সকল ক্ষমতার উৎস।আওয়ামী লীগের মতো বিএনপি বিদেশী শক্তির মুখাপেক্ষী হয়ে রাজনীতি করে না।
ইউরোপিয়ান ইউনিয়নের সংসদ সদস্যদের বিবৃতির প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার সাথে সরকার যে অন্যায় ও নিষ্ঠুর আচরণ করেছে, এ বিষয়ে দেশ বিদেশে সকলেই উদ্বিগ্ন ।বেগম খালেদা জিয়া মজলুম নেত্রী ।সরকার বেগম খালেদা জিয়ার মানবাধিকার লঙ্ঘন করেছে।
তাই তাঁর বিরুদ্ধে সরকারের অন্যায় আচরণে কেউ চুপ করে বসে থাকতে পারে না। শুধু বেগম খালেদা জিয়ার বিষয়ই নয়, আওয়ামী লীগ সরকারের গণতন্ত্র ,মানবাধিকার ,ভোটাধিকার হরণের বিরুদ্ধেও আজকে বিশ্ববাসী সোচ্চার। এগুলো কোনও একটি দেশের বিষয় নয়, বিষয়গুলো এখন গ্লোবাল ইস্যুতে পরিণত হয়েছে। সরকার গণতন্ত্র ,মানবাধিকার ,রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে যা ইচ্ছা তাই করবে,আর সবাই মুখ বুঝে সহ্য করবে, এমনটি ভাববার কোনও কারণ নাই।

শাকুয়াই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক টিমের প্রধান স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই এর সভাপতিত্বে ও সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা ও স্মরণসভা ,দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ আজিজুল হক,আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,আবু হাসনাত বদরুল কবির, আলীআশরাফ,আলমগীর আলম বিপ্লব ,এস এম দুলাল , মরহুম বদরুদ্দোজা ইমনের ভাই কাজী নওশাদ হোসেন মিন্টু,
উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান,মোনায়েম হোসেন খান,রফিকুল ইসলাম,শহীদুল হক খান সুজন,ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহ সভাপতি মনোয়ারা বেগম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি,জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল ,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর ,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল,সদস্য সচিব আাসাদুজ্জামান সুমন, এবং ১ নং শাকুয়াই ওয়ার্ড বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ২ নং বাগিশপুর ওয়ার্ড বিএনপি নেতা আবুল হাশিম,৩ নং কৃষ্ণ নগর,
ওয়ার্ড বিএনপি নেতা আমজাদ হোসেন,৪ নং জৈনাটি ওয়ার্ড বিএনপি নেতা আবুল কাশেম সরকার,৫ নং শাকনাইট ওয়ার্ড বিএনপি নেতা ইসরাফিল খান,৬ নং পিকা ওয়ার্ড বিএনপি নেতা আশেকে মোস্তফা জিন্নাহ,৭নং কাউচিয়া ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম আজাদ খান,৮ নং বালিজুড়ি ওয়ার্ড বিএনপি নেতা আবদুল হামিদ,৯ নং ভাট্টা ওয়ার্ড বিএনপি নেতা মাহমুদুল হাসান আকন্দ, ছাত্রদল নেতা আতিক সিদ্দিকী।