ময়মনসিংহে দুটি তক্ষকসহ গ্রেফতার ২

ময়মনসিংহে দুটি তক্ষকসহ গ্রেফতার ২

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে দুটি তক্ষকসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৪ জুন) দুপুরে ময়মনসিংহ র‌্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- জেলার ফুলপুর উপজেলার পয়ারি গ্রামের মৃত শামসুল হকের ছেলে মো. এনামুল হক (৪৫), একই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. রিপন মিয়া (৩২)।এরআগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গড়পয়ারি এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। সময় গড়পয়ারি গ্রাম থেকে এনামুল হক ও রিপন মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি তক্ষক উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, তক্ষকগুলো তারা সিলেট থেকে সংগ্রহ করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণে আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।