সুষ্ঠু নির্বাচনের পথে একমাত্র অন্তরায় আওয়ামী লীগ-প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে একমাত্র অন্তরায় আওয়ামী লীগ । আওয়ামী লীগের অধীনে নির্বাচনে ভোটকেন্দ্রে কুকুর বিড়াল আর সন্ত্রাসী , ভোটচোর ছাড়া কেউ থাকে না। সেজন্যই তাদের অধীনে নির্বাচনকে দেশবাসী ভোট চুরির নির্বাচন ,প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে। এসব শুনে আওয়ামী নেতাদের গা জ্বালা ধরে । তারা ভোটার শূন্য নির্বাচন করবে,আগের রাতে ভোট চুরি করে সাজানো ফলাফল ঘোষণা করবে, এ বিষয়ে কিছু বলা যাবে না,তা হবে না। আওয়ামী লীগের ভোটচুরির ইতিহাস দেশ বিদেশে স্বীকৃত।

তিনি আজ বিকেলে ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন । হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , আবু হাসনাত বদরুল কবির, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, সিরাজুল ইসলাম শাহীন,রাইসুল ইসলাম রাফিন,আনিসুর রহমান,মির্জা শাফায়েত সারোয়ার তায়েব,আবু সুফিয়ান অন্তর আকন্দ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক অনন্ত,সাদ্দাম হোসেন তুহিন,ছোটন সরকার,ফিরোজ আহমেদ নয়ন ।

এর আগে সকালে জাতীয়তাবাদী মহিলা দল,জাসাস,দুপুরে জাতীতাবাদী শ্রমিক দলের উপজেলা ও পৌর নেতৃবৃন্দের পৃথক পৃথক মতবিনিময় সভাতেও এমরান সালেহ প্রিন্স যোগ দিয়ে বক্তব্য রাখেন ।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলুর সভানেত্রীত্বে অনুষ্ঠিত মহিলা দলের মতবিনিময় সভায় জেলা মহিলা দলের সহ সভাপতি মনোয়ারা বেগম, সহ কোষাধ্যক্ষ মাজেদা বেগম, উপজেলা জাসাসের আহ্বায়ক রাশেদুল আলমের সভাপতিত্বে জাসাসের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহাবুদ্দিন, মহমুদুল হক মুন্না,ইসমাইল হোসেন,ফয়জুর রহমান,উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক দলের মতবিনিময় সভায় শ্রমিক দলের সাধারন সম্পাদক মশিউজ্জামান ,ইসমাইল হোসেন, নুরুল ইসলাম নাগর
বক্তব্য রাখেন ।

মত বিনিময় সভা সমূহে তিনি বলেন, সরকার ভোট চুরি করে চিরদিন ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্র ও ভোটাধিকার সঙ্কুচিত করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে। একমাত্র নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জনগণের স্বাধীন ভোটাধিকারের ভিত্তিতে জন প্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশকে রাহুমুক্ত করা সম্ভব।
তিনি বিএনপির অঙ্গ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রাম,গঞ্জ,পাড়া,মহল্লায় নিজেরা সংগঠিত হবার পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, অচিরেই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসছে। এই আন্দোলন সফল করে দেশকে দুঃশাসন মুক্ত করতে হবে।