এম এ খালেক খান পিভিএম :
সম্মিলিত পাবনা জেলা উন্নয়ন সাংবাদিক জোটের মত বিনিময় সভা ১৭ জুন সন্ধ্যায় রাজধানীর ফাহিমা টাওয়ার পুরানো পল্টনে অনুষ্ঠিত হয়।জোটের সভাপতি ও দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক আলী নিয়ামত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা বিএফইউজের কোষাধ্যক্ষ বাসসের সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল।বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমাচার ৭১ এর উপদেষ্টা,জিটিএস সোলার গ্রুপের এমডি আবুল হালিম মৃধা।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় বাণীর সম্পাদক আবুল বাশার,দৈনিক বঙ্গজননীর সহসম্পাদক মুক্তা মিয়া,দৈনিক সমাচার ৭১ এর সম্পাদক সেলিম আহমেদ,দৈনিক বাংলার ডাক এর সহসম্পাদক মোনায়েম আহমেদ প্রমুখ।প্রধান অতিথি খায়রুজ্জামান কামাল বলেন,সাংবাদিকরা উন্নয়নের দূত।জাতির বিবেক।তাই সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার তীব্র নিন্দা জানাই।আর নিজ জেলার উন্নয়ন ও দুর্নীতির সংবাদ প্রকাশ ও প্রচারে সবাইকে নিজ দায়িত্বেই এগিয়ে আসতে হবে।বিদ্যুৎ এর সাশ্রয়ী সোলার বিদ্যুৎকে সরকার ও বেসরকারি উদ্যোগে সোলার প্যানেল তৈরি কারখানা প্রতিষ্ঠা করতে হবে,জেলা উপজেলাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে সোলার বিদ্যুৎ এর ব্যবহার বাড়াতে হবে,এটা সময়ের দাবি।বিশেষ অতিথি হাকিম মৃধা বলেন,সোলার খাত উন্নয়নে নানা প্রতিবন্ধকতা আছে।এই খাত যাতে বাড়তে না পারে এজন্য অনেক অশুভ শক্তি কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানের সভাপতি আলী নিয়ামত বলেন,ঘরে ঘরে সোলার বিদ্যুৎ চাই,দ্রুত স্মার্ট উন্নত বাংলাদেশ পাই।সেদিন খুব বেশি দূরে নয় যেদিন মানুষ সোলার বিদ্যুৎ নিজ থেকেই ব্যবহারে এগিয়ে আসবে ও দেশকে এগিয়ে নেবে।সবুজ শক্তিতে উন্নত জীবন পাবে।