You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, সোনালী আঁশ পাটের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। পাটের বহুবিধ ব্যবহার রয়েছে। পাটের কোন নেগেটিভ গুণ নেই। বিশ্বে পাটের মান দিন দিন বাড়ছে। বর্তমান বাজারে ১মণ ৪.৮০০/- টাকা পাট বিক্রি হচ্ছে. যা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। পাট পন্য রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় স্থানে অবস্থান করছে । পলিথিনের পরিবর্তে পাট এর ব্যবহার বাড়াতে হবে। পৃথিবীর ৭০ টি দেশ পলিথিন ব্যবহার বন্ধ করে দিয়েছে। পলিথিন একটি মারাত্মক ক্ষতিকর বস্তু। পাটের সাথে দেশের প্রায় আড়াই কোটি মানুষ জড়িত রয়েছে। আজ রোববার দুপুরে ময়মনসিংহ টাউন হল এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে পাট অধিদপ্তরের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন প্রকল্প আয়োজিত পাটচাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাট অধিদপ্তরের মহাপরিচালক হোসেন আলী খন্দকার এর সভাপতিত্বে ও পাট কর্মকতা জিয়াউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সচিব মোঃ অলিউল্লাহ এনডিসি, পাট অধিদপ্তরের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প পরিচালক লুৎফুর রহমান জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান প্রমুখ।