You must need to login..!
Description
মতিউল আলম, ময়মনসিংহ ঃ
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলাসহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর জেলার শতাধিক কবি, কথাসাহিত্যিক, নাট্যকার অনুষ্ঠানে তাদের স্বরচিত কবিতা, ছোট গল্প ও নাটক থেকে সংলাপ পাঠের মধ্যদিয়ে রবিবার দুইদিনব্যাপী সাহিত্যমেলা শেষ সমাপ্ত হয়েছে । আজ ১৮ জুন (রবিবার) ময়মনসিংহ টাউন হলে সাড়ে ১১ টায় ময়মনসিংহ জেলার কবি মাহমুদ আল মামুন এর স্বরচিত কবিতা ‘ভালোবাসার শুদ্ধ বীজ’ আবৃত্তির মাধ্যমে কবিতা পাঠ পর্বের সূচনা হয়।
পর্যায়ক্রমে নেত্রকোণা জেলার কবি মানষ গুণ ‘শাশ্বত মুজিব’, শেরপুর জেলার কবি তালিব মাহমুদ ‘অঙ্গীকার’ এবং জামালপুর জেলার কবি অজগর আলি ফকির ‘অতীতকাল’ কবিতা পাঠ করেন। শেরপুরের কবি সিনথিয়া শারমিন ‘আমার মুজিব’, ময়মনসিংহের কবি রইছ মনোরম ‘ফিরে ফিরে দেখা’ ও ফাতেমা হক শিখা ছোট গল্প ‘মেঘ বালিকার আনন্দ ভ্রমণ’ পাঠ করেন।
নেত্রকোণা জেলার কবি সাম্মি খান ‘বিশেষ শিশুর স্বপ্ন’ নামক কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে নেত্রকোণা জেলার কবি ও সাহিত্য চিন্তাবিদ রাখাল বিশ্বাস এর ‘পথ কবিতা’ পঙ্কলীলা উপস্থিত দর্শকদের আকর্ষণ কেঁড়ে নেয়। এছাড়াও মেলায় অন্যান্য সাহিত্যিকগণ তাদের স্বরচিত পুঁথি ও নাট্যসংলাপ পাঠ করেন। মেলায় আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণকে উপজীব্য করে আবৃত্তি করেন ‘বজ্রকন্ঠ’।
সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তৃতা প্রদান করেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকার পরিচালক ফরিদ আহমদ। তিনি অংশগ্রহণকারী কবি সাহিত্যিকদের প্রকাশিত সাহিত্যকর্মকে প্রশংসিত করে তাদেরকে সমাজের গুণী মানুষ হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরো বলেন, কবি সাহিত্যিকগণ সমাজের দর্পণ হিসেবে কাজ করে।
বক্তৃতা শেষ বিভাগীয় পর্যায়ে কবি সাহিত্যিকদের নিয়ে এ বিভাগীয় সাহিত্য মেলার উদ্যোগে সরকারকে সাধুবাদ জানিয়ে তিনি মেলার সমাপনী ঘোষণা করেন।##
মতিউল আলম,