জিয়া পরিবারকে ধ্বংস করতে সরকারের ষড়যন্ত্র অব্যাহত- প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জিয়া পরিবারকে ধ্বংস করতে সরকারের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।এমনকি রাজনীতির সাথে জড়িত না থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হওয়ায় ডা.জোবাইদা রহমানের বিরুদ্ধেও সরকার মিথ্যা মামলায় হয়রানী করছে।
তিনি আজ দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা.জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও দুঃস্থ মহিলাদের মাঝে বস্ত্র বিতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।

হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু,সহ সভানেত্রী মনোয়ারা বেগম ময়না,সহ কোষাধ্যক্ষ মাজেদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন ।পরে ডা.জুবাইদা রহমানের দির্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ী কাপড় বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধেও সরকারের প্রতিহিংসা থেমে নাই। তাদের বিরুদ্ধেও মিথ্যা মামলায় ,ফরমায়েশি রায় দিয়ে হয়রানী করছে।এমনকি বেগম খালেদা জিয়ার উপযুক্ত সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃস্টি করছে ।চিকিৎসকদের সুপারিশ উপেক্ষা করে বিদেশে সুচিকিৎসা করতে দিচ্ছে না। তিনি বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার দাবি করেন।