গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ বিভিন্ন এলাকার অভিযানে গত শনিবার দিবাগত রাতে সাজাপ্রাপ্ত একজন আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে।
আসামিরা হলো- উপজেলার রসুলপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফৌজদারী মামলার এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ ফয়সাল (৩৫), রাঘাইচটি গ্রামের মোঃ মুর্শিদ মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (৩০), উথুরী গ্রামের সামাদের ছেলে আকরাম ওরফে শান্ত (১৯), পাঁচুয়া গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম, উত্তর নওপাড়া গ্রামের মৃত-আশরাফের ছেলে এজাহার আলী, রাঘাইচটি গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে মোঃ আজহারুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত- বারেকের ছেলে মোঃ বাবুল মিয়া (৩০)।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশফোর্স শনিবার দিবাগত রাতে পাশ্ববর্তী ভালুকা উপজেলার শান্তিগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় এক বছর ছয় মাস সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি মোঃ ফয়সালকে গ্রেফতার করে। বিজ্ঞ আদালতে সাজা প্রদানের পর থেকে সে পলাতক অবস্থায় ছিলেন। এছাড়াও রাঘাইচটি গ্রাম থেকে ২০০ গ্রাম গাঁজা সহ নিয়মিত মামলায় সুজন মিয়া (৩০) এবং থানায় বিভিন্ন এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত, সিআর পরোয়ানা ও পুলিশ আইনের আরও পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।