গৌরীপুর ও ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ভালুকা পৌরসভায় নৌকার মেয়র প্রার্থী বিজয়ী

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
তৃতীয় ধাপের পৌর নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ভালুকা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী বেসরকারিভবে বিজয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন- গৌরীপুরে সৈয়দ রফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জে হাবিবুর রহমান ও ভালুকায় ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

ভালুকা : অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও ভালুকা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান,ভালুকা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম নৌকা প্রতীকে ১৩৭৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটকম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাতেম খান ধানের শীষ প্রতীক নিয়ে ৪১০৯ ভোট স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নারিকেল গাছ প্রতীক নিয়ে ৩১৮ ভোট পেয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩১জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ০৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভা নির্বাচনে মোট তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরবর্তীতে বিএনপির মনোনীত প্রার্থী হাতেম খান নির্বাচন চলাকালীন সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করেন।

এ পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যেমে ভোটগ্রহণ হয়। ১০টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১৮২২১। গড় ভোট পড়েছে ৭৩.৪৪%, ভালুকা পৌরসভা। ৯টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৪৪ জন।

গৌরীপুর : গৌরীপুর পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা সজল চন্দ্র সরকার জানান,গৌরীপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম নারিকেল গাছ প্রতীক নিয়ে ৭ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি পেয়েছেন ৭২৬৬ ভোট, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আতাউর রহমান আতা পেয়েছেন ১০৩২ ভোট, ন্যাপ মনোনীত কুঁড়েঘর মার্কার আবু সাঈদ ফারুকুজ্জামান পেয়েছেন ৭৯ ভোট, চামচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু কাউছার চৌধুরী রন্টি পেয়েছেন ২৩৯ ভোট, স্বতন্ত্র মোবাইল ফোন প্রতীকের প্রার্থী আব্দুল কাদির পেয়েছেন ১৫ ভোট, স্বতন্ত্র জগ প্রতীকের প্রার্থী তাহরিমা আক্তার চুমকি পেয়েছেন ১১ ভোট।

ঈশ্বরগঞ্জ: জেলা নির্বাচন কর্মকর্তা ও ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান জানান, ঈশ্বরগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার নারকেল গাছ প্রতীক নিয়ে ৯ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে হাবিবুর রহমান পেয়েছেন ৭ হাজার ৯৬০ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে জুলফিকার আলী টিপু পেয়েছেন ২৬২ ভোট।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার