ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ৯ ছিনতাইকারী সহ গ্রেফতার ২৪

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ ছিনতাইকারী সহ ২৪ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ২৪ জনকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ সংলগ্ন হাজী কাশেম আলী কলেজের সামনে হতে ৩জন মাদক ব্যবসায়ী মনির ওরফে আরিফুল ইসলাম মনির (২২), গ্রাম- চর কালীবাড়ী (মিল গেইট সংলগ্ন) , সদর, জময়মনসিংহ, . মোঃ মুন্না মিয়া (৩৫), -১: (সাং-১৬৬/২ আরকে মিশন রোড) , ময়মনসিংহ সদর, রুবেল মিয়া(২৭), ধামাইল, থানা- গফরগাঁও, ময়মনসিংহ, (সাং- মালগুদাম (সাদির মিয়ার বাসার ভাড়াটিয়া)) , কে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে বিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


এসআই (নিঃ) আসাদুজ্জামান এর নেতৃত্বে এঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাড়েরা পুল সাকিনস্থ ২নং সাক্ষী ম্রী বাবুল রবি দাস, হতে ০১জন মাদক ব্যবসায়ী বাবর আলী(৩৫), গ্রাম- উজান ঘাগড়া (কসাইবাড়ী) ,ময়মনসিংহ সদর, কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামরুল ইসলাম এর নেতৃত্বে এঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ২০নং ওয়ার্ড কেওয়াটখালী বাইপাস মোড় পাকা রাস্তার উপর হতে ০৫জন ছিনতাইকারী ১. শান্ত ওরফে হৃদয় (২২), . রাহুল ওরফে সুলতান(২৪), সাজ্জাদ হোসেন রিফাত(২২), সর্ব সাং-কৃষ্টপুর দক্ষিনপাড়া , ইমন (২০),. হৃদয় (২০),
উভয় সাং-চর কালীবাড়ী, পশ্চিমপাড়া, সর্ব ময়মনসিংহ সদর,কে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে ১টি কালো রংয়ের বাট সহ স্টীলের চাকু, লম্বা অনুমান ০৯ ইঞ্চি, ০১টি খয়েরী রংয়ের বাটসহ ষ্টীলের চাকু, লম্বা অনুমান ১১ ইঞ্চি, ০১টি কালো রংয়ের বাট সহ স্টীলের চাকু, লম্বা অনুমান ১০ ইঞ্চি, ০১টি হালকা হলুদ রংয়ের বাট সহ স্টীলের চাকু, লম্বা অনুমান ১০ ইঞ্চি, ০১টি খয়েরী রংয়ের বাট সহ স্টীলের চাকু, লম্বা অনুমান ০৯ ইঞ্চি উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) রিফাত আল আফসানী এর নেতৃত্বে এঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার গলগন্ডা আমিন বাজার হতে ০৪জন ছিনতাইকারী আবু বক্কর সিদ্দিক @ অপি (২২), পিতা-মোঃ আনোয়ার হোসেন @ ডেঙ্গা আনার, , সাং-গলগন্ডা ঠাকুর বাড়ী, জেল রোড, ইফাত আলবি হৃদয় (২০), পিতা-মোঃ খোরশেদ আলী, , সাং-গলগন্ডা আমিন বাজার, জাকারিয়া আবছার তুহির (২৩), পিতা-মোঃ আঃ সালাম, , সাং-গলগন্ডা শেখ বাড়ী, মুক্তাদির ইসলাম মাহিন (২০), পিতা-মোঃ বোরহান উদ্দিন, , সাং-গলগল্ডা আমিন বাজার, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে আটক করেন এবং তাদের নিকট হতে একটি স্টীলের হোল্ডিং সুইচ গিয়ার চাকু যাহা খোলা অবস্থায় লম্বা ১০ (দশ) ইঞ্চি এবং অগ্রভাগে চোখা একপার্শ্ব ধারালো, একটি স্টীলের হোল্ডিং সুইচ গিয়ার চাকু যাহা খোলা অবস্থায় লম্বা ১০ (দশ) ইঞ্চি এবং অগ্রভাগে চোখা একপার্শ্ব ধারালো, একটি স্টীলের হোল্ডিং চাকু যাহা খোলা অবস্থায় লম্বা ৪.৫ (সাড়ে চার) ইঞ্চি এবং অগ্রভাগে চোখা একপার্শ্ব ধারালো উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে চর জেলখানার চর হতে ধর্ষন মামলায় আসামী ইদ্রিস আলী (৪০), পিতা- আবু বক্কর সিদ্দিক, সাং-জেল থানার চর (বিন পাড়া), শাহ আলম (২৪), পিতা- জামাল উদ্দিন, সাং-চর কৃষ্ণপুর, থানা-ভারাকান্দা, উভয় জেলা ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আশরাফুল আলম এর নেতৃত্বে শম্বুগঞ্জ মোড় হতে বিশেষ ক্ষমতা আইনে মামলায় আসামী রফিকুল ইসলাম ওরফে রবি মিয়া (৫০), পিতা-তোতাব আলী @ তুরু মিয়া, সাং-বয়ড়া বটতলা বাজার, কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) কামরুল ইসলাম তাহার সংগীয় ফোর্স সহ অন্যান্য মামলায় আসামী. জিসান(২১), পিতা-জুয়েল , ঠিকানা: (কৃষ্টপুর দক্ষিনপাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর,ময়মনসিংহ, সাব্বির(২০), পিতা-শাকিল , ঠিকানা: চর ঈশ্বরদিয়া ঋষিপাড়া) , থানা- ময়মনসিংহ সদর, –ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) জহিরুল ইসলাম তাহার সংগীয় ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলায় আসামী মোঃ বাবুল আহমেদ সুমন(), পিতা-মৃত সিদ্দিক , ঠিকানা: স্থায়ী: গ্রাম- চান্দনা (চৌরাস্তা) , উপজেলা/থানা- সদর থানা, জেলা -গাজীপুর, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- চর পাড়া, উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ) আনোয়ার এবং অসীম কুমার দাস উভয়ে ০১টি করে জিআর পরোয়ানা এবং এসআই ফারুক ০১টি সিআর ও এসআই দেবাশীস ০২টি সিআর মোট ০২টি জিআার এবং ৩টি সিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করা হয়।
জিআর পরোয়ানা ২ জন মনির মিয়া (৩৮), মৃতঃ ছফির উদ্দিন, স্থায়ী : গ্রাম- গোহাইল কান্দি পুর্ব (জামতলা মসজিদ) ,থানা- ময়মনসিংহ সদর, নাসির (৩২), পিতা-আবুল কালাম, স্থায়ী: গ্রাম- উজান ঘাগড়া (উজান ঘাগড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, সিআর পরোয়ানা ০৩ জন মোস্তাক আহমেদ (), মৃত. আঃ আজিজ, স্থায়ী: গ্রাম- স্বদেশী বাজার (মের্সাস মা ডিমের আরৎ(মেছুয়া বাজার মেইন রোড হতে ৫ নং দোকান)) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, সফরউল্ল্যা (বাবু) (), উলফত উল্ল্যাহ, স্থায়ী: গ্রাম- সি.কে. ঘোষ রোড (জে,সি গুহ রোড) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, হেনা আক্তার (), স্বামীঃ সফরউল্ল্যা (বাবু), স্থায়ী: গ্রাম- সি.কে. ঘোষ রোড (জে,সি গুহ রোড) , ময়মনসিংহ সদর।

অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ২০নং ওয়ার্ড কেওয়াটখালী বাইপাস মোড় পাকা রাস্তার উপর হতে ০৫জন ছিনতাইকারী শান্ত ওরফে হৃদয় (২২), রাহুল ওরফে সুলতান(২৪), পিতা-মৃতঃ নুরুল ইসলাম, সাজ্জাদ হোসেন রিফাত(২২), পিতা-মীর হোসেন, সর্ব সাং-কৃষ্টপুর দক্ষিনপাড়া , ৪. ইমন (২০), পিতা-হাশেম, ৫. হৃদয় (২০), পিতা-লিটন, উভয় সাং-চর কালীবাড়ী, পশ্চিমপাড়া, সর্ব /থানা- ময়মনসিংহ সদর, জেলা–ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে ০১টি কালো রংয়ের বাট সহ স্টীলের চাকু, লম্বা অনুমান ০৯ ইঞ্চি, ০১টি খয়েরী রংয়ের বাটসহ ষ্টীলের চাকু, লম্বা অনুমান ১১ ইঞ্চি, ০১টি কালো রংয়ের বাট সহ স্টীলের চাকু, লম্বা অনুমান ১০ ইঞ্চি, ০১টি হালকা হলুদ রংয়ের বাট সহ স্টীলের চাকু, লম্বা অনুমান ১০ ইঞ্চি, ০১টি খয়েরী রংয়ের বাট সহ স্টীলের চাকু, লম্বা অনুমান ০৯ ইঞ্চি উদ্ধার করা হয়।

ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার বাড়েরা পুল সাকিনস্থ ২নং সাক্ষী ম্রী বাবুল রবি দাস, পিতা- শ্রী মোহন রবিদাস এর সেলুনের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ০১জন মাদক ব্যবসায়ী বাবর আলী(৩৫), পিতা-মোঃ আলা উদ্দিন ,স্থায়ী: গ্রাম- উজান ঘাগড়া (কসাইবাড়ী) , ময়মনসিংহ সদর,কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার পাটগুদাম এলাকা হইতে মাদক ব্যবসায়ী আসামী জনি(২৮), পিতা-গেন্দু মিয়া, গ্রাম- কেওয়াটখালী, ফরিদ (২৭), পিতা-জামাল ওরফে নিঝুম ওরফে রমু , গ্রাম- চর পাড়া (কপিক্ষেত) , সুজন(৩২), পিতা-মৃত আবুল হোসেন ওরফে আব্দুল হোসেন: গ্রাম- চর পাড়া (জনতা ব্যাংকের পিছনে) শফিকুল ইসলাম(২৮), পিতা-প্রেমু মিয়া ওরফে তেপো ওরফে শামছুদ্দিন, গ্রাম- সেহড়া ধোপখলা (চামড়া গুদাম) , সর্ব থানা- ময়মনসিংহ সদর, গ্রেফতার করতঃ ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার র‌্যালির মোড় এলাকা হইতে দস্যুতার প্রস্তুতিকালে মামলার আসামী মোঃ সাগর (২৭), পিতা-আঃ মজিদ: গ্রাম- কেওয়াটখালী ((ময়নার মোড়) থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কালীবাড়ী এলাকা হইতে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী মনিরুজ্জামান মনি(২৮), পিতা-মৃতঃ সোহরাব আলী , গ্রাম- বয়ড়া (বয়ড়া তিন রাস্তার মোড়) আলমগীর(২৫), পিতা- আঃ মোতালেব , গ্রাম- বয়ড়া (বয়ড়া) উভয় থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর, এসআই (নিঃ) মনিতোষ, এসআই (নিঃ) কামরুল, এএসআই (নিঃ) মিনহাজ, থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর ও জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আনোয়ার হোসেন আনার ওরফে ডেংগা আনার , পিতামৃত-চান মন্ডল, সাং-কাশর জেল রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ২।মোঃআনোয়ার হোসেন আনার ওরফে ডেংগা আনার (৪৪), পিতা-মৃত চান মিয়া, সাং-কাশর জেল রোড, আঃ খালেক (৪২), মোঃ করম আলী, গ্রাম- চর ভবানীপুর (কোনাপাড়া) , আঃ মালেক (৪০), মোঃ করম আলী,: গ্রাম- চর ভবানীপুর (কোনাপাড়া), রাসেল খান ওরফে (ছোট আবু), রশিদ খান, গ্রাম-চর আনন্দীপুর, চর ভবানীপুর , রোজিনা খাতুন(33), স্বামী- আব্দুল মালেক, গ্রাম- চর ভবানীপুর (কোনাপাড়া) , ৭। মোঃ সাগর (২৭), পিতা-আঃ মজিদ গ্রাম- কেওয়াটখালী (ময়নার মোড়), শামীম (৩০), পিতা-মোঃ কামাল হোসেন, গ্রাম- শম্ভুগঞ্জ (কুমরীকান্দা কসাইপাড়া) , মোঃআনোয়ার হোসেন আনার ওরফে ডেংগা আনার (৪৪), পিতা-মৃত চান মিয়া, সাং- কাশর জেল রোড, শরীফ আহম্মদ , পিতা-মৃতঃ আঃ গফুর, স্থায়ী: গ্রাম- কাচিঝুলি মসজিদ রোড, মোঃ জিহাদ মিয়া (২০), পিতা-মোঃ জঙ্গা মিয়া, স্থায়ী: গ্রাম- আর. কে. মিশন রোড (মুইঠা পাড়া) , আ.ন.ম জাহিদুল হাসান (৪২), পিতা-এ.কে.এম জাকারিয়া, স্থায়ী: গ্রাম- কালিকা পুর (কালিকা পুর) , সর্ব থানা- ময়মনসিংহ সদর,ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার